Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চারা পুঁতে পথ সংস্কারের দাবি

দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার হয় না। শেষমেশ সেই রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবি জানালেন গ্রামবাসীরা।ক্যানিং ১ ব্লকের গোপালপুর পঞ্চায়েতের অধীন হেড়োভাঙা থেকে বধূকুলা হয়ে ক্যানিং যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘ দিন ধরে খারাপ।

এই খন্দ পথ দিয়েই চলে যাতায়াত। ছবি: সামসুল হুদা।

এই খন্দ পথ দিয়েই চলে যাতায়াত। ছবি: সামসুল হুদা।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৮
Share: Save:

দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার হয় না। শেষমেশ সেই রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবি জানালেন গ্রামবাসীরা।

ক্যানিং ১ ব্লকের গোপালপুর পঞ্চায়েতের অধীন হেড়োভাঙা থেকে বধূকুলা হয়ে ক্যানিং যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘ দিন ধরে খারাপ। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের সব স্তরে আবেদন-নিবেদন করেও কোনও কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে বুধবার গ্রামবাসীরা ওই রাস্তায় চারা পুঁতে বিক্ষোভের সিদ্ধান্ত নেন।

ক্যানিং ১ ব্লকের ঢোসা, জয়নগর, আমতলা, ভদ্রি, কচুয়া, তিলপি, চন্দনেশ্বর এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে বিভিন্ন কাজে মহকুমা সদর ক্যানিঙে যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই নলিয়াখালি হাইস্কুল, বধূকুলা জুনিয়র হাইস্কুল, তিলপি কামালিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা চলাফেরা করে। অটো, ইঞ্জিন ভ্যান, মোটরবাইক, রিকশা-সহ ছোট যানবাহন চলে। রাস্তা খারাপ থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই ঘটছে বলে জানালেন গ্রামের মানুষ।

স্থানীয় বাসিন্দা দাইয়ান গাজি, মিজানুর গাজিরা বলেন, ‘‘রাস্তাটি দীর্ঘ দিন ধরে খারাপ। প্রশাসনের নানা স্তরে জানিয়েও কেউ ফিরেও দেখছে না। রাতবিরেতে কোনও রোগী বা প্রসূতিকে যদি ক্যানিং হাসপাতালে নিয়ে যেতে হয়, তা হলে চূড়ান্ত ভোগান্তি হয়।

পঞ্চায়েতের তৃণমূল প্রধান পাপিয়া মণ্ডল বলেন, ‘‘রাস্তাটি যে খারাপ, তা আমরা জানি। কিছু দিন আগেও আমরা ওই রাস্তায় ঝামা, ইট ফেলে কিছুটা সারাই করেছিলাম। কিন্তু পঞ্চায়েতের তো বেশি ফান্ড নেই। তাই আমাদের পক্ষে ওই রাস্তা পূর্ণাঙ্গ সংস্কার করা সম্ভব হচ্ছে না। রাস্তা সারাইয়ের জন্য উপরতলায় জানিয়েছি।’’

ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি পরেশরাম দাস বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে আছে। রাস্তা সংস্কারের জন্য আমরা জেলা পরিষদ ও সুন্দরবন উন্নয়ন পর্ষদকে প্রস্তাব দিয়েছি, যাতে বর্ষার পরে দ্রুত ওই রাস্তাটি সংস্কার করে। আশা করছি, বর্ষার পরে কাজ শুরু করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road villagers Paddy plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE