Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাটল না স্কুলের অচলাবস্থা

পাঁচ দিন পার হতে চলল, এখনও স্কুলে পঠন-পাঠন শুরু হল না। বৃহস্পতিবার নামখানা দশ মাইল দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের একাংশের বিবাদের জেরে সঙ্কটে পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা
নামখানা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৭:১০
Share: Save:

পাঁচ দিন পার হতে চলল, এখনও স্কুলে পঠন-পাঠন শুরু হল না। বৃহস্পতিবার নামখানা দশ মাইল দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের একাংশের বিবাদের জেরে সঙ্কটে পড়ুয়ারা। তারপর থেকেই চলছে এই পরিস্থিতি বিষয়টি বিস্তারিত জানতে মহকুমা প্রশাসনের নির্দেশে সোমবার সকালে স্কুলে যান নামখানার স্কুল পরিদর্শক। স্কুল সূত্রে জানা গিয়েছে, দ্রুত পঠন-পাঠন শুরুর দাবিতে স্কুল পরিদর্শকের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। আবার এ দিন দুপুরে নিরাপত্তার দাবি নিয়ে জেলা স্কুল পরিদর্শকের দ্বারস্থ হয়েছিলেন সহকারী শিক্ষকেরা। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা হয়েছে।

সহকারী শিক্ষক অলোক দাস বলেন, ‘‘আমাদের সমস্যার বিষয়ে এর আগেও একাধিকবার লিখিত ভাবে জানিয়েছিলাম। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি। স্কুলে যেতে পারছি না। জেলা পরিদর্শককে সে কথাও জানিয়েছি।’’ তিনি আরও জানান, সোমবার থেকে দ্বিতীয় ‘ইউনিট টেস্ট’ শুরু। অথচ ন’জন শিক্ষক স্কুলে যেতে পারছেন না। স্কুলের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। তিনি শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ করেছেন বলে শিক্ষকদের একটি অংশের দাবি। জেলা স্কুল পরিদর্শক নরুল হক সিপাই বলেন, ‘‘সহকারী শিক্ষকেরা লিখিত অভিযোগ জমা করেছেন। কয়েক দিনের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিসে ডেকে বিস্তারিত খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Student Stalemate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE