Advertisement
১৬ এপ্রিল ২০২৪

শ্যামনগরে ফেরিঘাট বেহাল

 বিপজ্জনক: শ্যামনগরে তোলা নিজস্ব চিত্র

বিপজ্জনক: শ্যামনগরে তোলা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৪৩
Share: Save:

ফেরিঘাটে রোজ যাত্রী পারাপার করেন চার হাজারেরও বেশি যাত্রী। কিন্তু ঘাটের সিঁড়ি আর জেটির অবস্থা এতটাই খারাপ যে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। তবু শ্যামনগর ফেরিঘাটের উপর প্রশাসনের নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।

ভরা বর্ষায় খোলা জেটিতে ভিজতে হয়। ঘাট পর্যন্ত যাওয়ার কাঠের পাটাতনও বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে। ঘোষপাড়া রোড ও শ্যামনগর স্টেশনের কাছে এই ঘাটটি হওয়ায় বহু লোকই এই ফেরিঘাট দিয়ে পারাপার করেন। ওপারেই হুগলির তেলেনিপাড়া। ঘাটে নেই কোনও শৌচাগার বা পানীয় জলের ব্যবস্থা। যাত্রীদের অভিযোগ, ওই ঘাট দিয়েই ছেলেমেয়েরা পড়তে যায়। ভয়ে ভয়ে থাকতে হয়। বর্ষাকালে পিচ্ছিল হয়ে যায় ঘাট। পড়ে গিয়ে হাত পা ভাঙার অভিজ্ঞতাও আছে এখানকার বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘাট সংস্কার করা হোক। কারণ সামনেই বর্ষাকাল। এই ফেরিঘাটের ইজারাদার সুকমল চক্রবর্তী বলেন, ‘‘আমরা জেটি সংস্কারের ব্যবস্থা করছি। কিছু কাজ হয়েছে। খুব শীঘ্রই ভাঙা অংশ সারানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shyamnagar Shyamnagar Dock
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE