Advertisement
১৭ এপ্রিল ২০২৪

অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন

শুক্রবার বিকেলে কলেজ গেটে তালা লাগিয়ে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখান কিছু পড়ুয়া। যদিও এ দিন কলেজে আসেননি অধ্যক্ষ। খবর পেয়ে পুলিশ গেলে তাদেরও কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়।

বিক্ষোভ: কলেজের সামনে। শুক্রবার তোলা নিজস্ব চিত্র

বিক্ষোভ: কলেজের সামনে। শুক্রবার তোলা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১০
Share: Save:

অধ্যক্ষের পদত্যাগ চেয়ে এ বার আন্দোলনে নামলেন ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের ছাত্রছাত্রীরা।

শুক্রবার বিকেলে কলেজ গেটে তালা লাগিয়ে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখান কিছু পড়ুয়া। যদিও এ দিন কলেজে আসেননি অধ্যক্ষ। খবর পেয়ে পুলিশ গেলে তাদেরও কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়।

হাজিরা কম থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে আপত্তি জানান কলেজ কর্তৃপক্ষ। তার প্রতিবাদে সোমবার থেকে ছাত্রছাত্রীরা ধর্না, অনশন শুরু করেন। মঙ্গলবার রাত পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরে আলোচনার মাধ্যমে ঠিক হয়, পরীক্ষায় বসতে হলে প্রত্যেককে আলাদা করে আবেদন করতে হবে। সেই সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।

এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কলেজে যে কোনেও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে ১৪৪ ধারা জারি করা হয়।

এ দিন অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কিছু পড়ুয়া। পুলিশ গেলে স্লোগান ওঠে, ‘পুলিশ তুমি দূর হঠো।’ সন্ধে ৬টা পর্যন্ত বিক্ষোভ চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE