Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভাঙড়ে পুকুর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তি প্রাণগঞ্জ পঞ্চায়েতের তৃণমূলের কার্যকর্তা ছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় কোন ভাবে ওই পুকুরে পড়ে গিয়েছিলেন শিবুবাবু। তার পরে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। আপাতদৃষ্টিতে মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ দিন মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫২
Share: Save:

পুকুর থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ভাঙড়ের সাইটগাছিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম শিবু দেবনাথ (৬০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই।তবে ঘটনায় এ দিন রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে ওই বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার পরে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তি প্রাণগঞ্জ পঞ্চায়েতের তৃণমূলের কার্যকর্তা ছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় কোন ভাবে ওই পুকুরে পড়ে গিয়েছিলেন শিবুবাবু। তার পরে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। আপাতদৃষ্টিতে মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ দিন মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

তবে তৃণমূলের ওই কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন ভাঙড়-১ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ। তাঁর দাবি, ‘‘শিবুবাবু আমাদের দলের কর্মী। তাঁকে খুন করে দুষ্কৃতীরা পুকুরে ফেলে দিয়ে গেছে।’’ তবে তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত খুনের অভিযোগের পক্ষে কোনও সূত্র পুলিশের হাতে আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death TMC Leader Pond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE