Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাইকোর্টের নির্দেশে ভাঙা হল নির্মাণ

সদর রাস্তার পাশে এক বাসিন্দার বাড়ির সামনে তৃণমূলের দলীয় অফিস তৈরি করছিলেন স্থানীয় নেতারা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে দেগঙ্গায় বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভেঙ্গে দিল প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৫
Share: Save:

সদর রাস্তার পাশে এক বাসিন্দার বাড়ির সামনে তৃণমূলের দলীয় অফিস তৈরি করছিলেন স্থানীয় নেতারা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে দেগঙ্গায় বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভেঙ্গে দিল প্রশাসন।

প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার-সংলগ্ন টাকি রোডের ধারে আব্দুল মান্নান নামে এক বাসিন্দার বাড়ির সামনে কয়েক বছর আগে একটি ক্লাব ঘর তৈরি করেছিল স্থানীয় কিছু যুবক। টিন দিয়ে ঘেরা টালির সেই ঘরটিই বাম জমানায় সিপিএমের দলীয় অফিস হিসাবে ব্যবহৃত হতো। ক্ষমতায় আসার পরে সেটির দখল নেয় তৃণমূল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে সম্প্রতি সেই টিনের ঘরটি ভেঙে স্থায়ী ভাবে তিন তলা ভবন তৈরির উদ্যোগ করছিলেন তৃণমূল নেতৃত্ব।

কিন্তু এতবড় নির্মাণ হলে বাড়ির সামনের হাওয়া-বাতাস ঢুকবে না, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আব্দুল। সম্প্রতি হাইকোর্টের রায়ে সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আসে জেলাশাসকের কাছে।

জেলাশাসকের নির্দেশে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন বারাসতের এসডিপিও গণেশ বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ অগ্রবাল, বিডিও মনোজ কুমার-সহ অনেকে। বিষয়টি নিয়ে কোনও কথা বলতে চাননি আব্দুল মান্নান। তৃণমূল নেতা আব্দুল ওদুত ওরফ মিন্টু বলেন, ‘‘এটি জেলা পরিষদের জায়গা। সেখানে একটি ক্লাব ঘর ছিল। আমরা তার উপরে তিনতলা বিল্ডিং করার প্রস্তুতি নিয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC party office Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE