Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কেন স্কুলে গেলেন বিজেপি নেতা, প্রশ্ন দলের ভিতরেই

বুধবার বাংলা বন্‌ধে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি গণেশ ঘোষকে এ হেন ভূমিকায় দেখে দলের একাংশের ক্ষোভ চাপা থাকেনি।

নির্মল বসু
বসিরহাট শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৯
Share: Save:

দলের সামনের সারিতে থেকে বন্‌ধ-কর্মসূচিতে তাঁকে দেখতে চেয়েছিলেন কর্মী-সমর্থকেরা। দেখা গেল, তিনি হাজিরা দিতে স্কুলে।

বুধবার বাংলা বন্‌ধে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি গণেশ ঘোষকে এ হেন ভূমিকায় দেখে দলের একাংশের ক্ষোভ চাপা থাকেনি।

বাদুড়িয়ার একটি স্কুলে পড়ান গণেশ। সম্প্রতি তাঁকে দলের পদে আনায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে।

এই অবস্থায় বন্‌ধের দিন গণেশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে দলের অন্দরে।

যাঁকে সরিয়ে গণেশকে আনা হয়েছে ওই পদে, সেই হাজারিলাল সরকার বলেন, ‘‘কর্মীদের পাশে না থেকে চাকরি বাঁচাতে উনি যে ভাবে স্কুলে হাজিরা দিলেন, তাতে বোঝা যায়, উনি বন্‌ধের পক্ষে নন।’’

তাঁর ক্ষোভ, ‘‘আমরা দলের লোকজনের কাছে এর কোনও উত্তর কর্মী-সমর্থকদের দিতে পারছি না।’’

গণেশ অবশ্য বলেন, ‘‘কর্মীদের সঙ্গে আমিও রাস্তায় নেমেছিলাম। স্কুলের বিষয়টি আমার ব্যক্তিগত। এ নিয়ে কোনও উত্তর দেব না।’’

দলের জেলা পর্যবেক্ষক অজয় ঘোষ বলেন, ‘‘গণেশবাবু স্কুলে গিয়েছিলেন কিনা বলতে পারব না। তবে তদন্ত করে অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। অভিযোগ সত্য হলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bandh Strike BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE