Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP

‘বাংলাকে গুজরাত বানাবই, হিম্মত থাকলে রুখে দেখাক’, ফের দিলীপের গলায় চ্যালেঞ্জের সুর

সম্প্রতি বাংলাকে গুজরাত বানানো নিয়ে দিলীপকে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

গো-পুজোয় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

গো-পুজোয় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দত্তপুকুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৮:২৯
Share: Save:

বাংলাকে গুজরাত বানানোর দাবি জিইয়ে রাখলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অতীতে অনেকবারই তিনি বাংলার সঙ্গে গুজরাতের তুলনা টেনেছেন। তাই নিয়ে দিলীপকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম-সহ অন্যান্য তৃণমূল নেতারা। কিন্তু নিজের অবস্থানেই তিনি যে অনড় তা রবিবার ফের স্পষ্ট করলেন দিলীপ। রবিবার উত্তর চব্বিশ পরগণার সন্তোষপুরে তিনি বলেন, ‘‘বাংলাকে গুজরাত বানাবই, কারও হিম্মত থাকলে রুখে দেখাক।’’

সম্প্রতি বাংলাকে গুজরাত বানানো নিয়ে দিলীপকে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার তারও জবাব দেন দিলীপ। বলেন, ‘‘যে বা যাঁরা বাংলাকে গুজরাত বানাবার বিরোধিতা করছে তারা আগে ভোটে জিতে আসুক।’’

আরও পড়ুন: মঙ্গলবার বাঁকুড়া থেকে মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মমতা

রবিবার দত্তপুকুরের সন্তোষপুরে গো-শালায় গো-অষ্টমীর পুজোয় এসে তিনি তুলে আনেন গরুপাচার প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘বাংলার সীমান্ত দিয়ে যাঁদের মদতে গরু পাচার হয় তাঁরা গরুর গুরুত্ব বোঝে না। তাই তাঁরা গো-অষ্টমী ও গো পুজোর বিষয়েও জানে না।’’ রাজ্যে বিজেপি বেশ কয়েকজন কেন্দ্রীয় স্তরের নেতাকে পর্যবেক্ষক নিয়োগ করা নিয়ে সমালোচনা করেছে তৃণমূল। ওই নেতাদের ‘বহিরাগত’ বলে আক্রামণ করছে শাসক দল। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘সারা ভারতে বাঙালিরা ছড়িয়ে আছেন। তাঁদের তো কেউ বহিরাগত বলে না। তা হলে এখানে ভারতের অন্য প্রান্ত থেকে আগত মানুষদের বহিরাগত বলা হবে কেন? এটা কি আমাদের সংস্কৃতি?’’

আরও পড়ুন: বৈশাখী নিমন্ত্রিত নন, বিজেপির বিজয়া সম্মিলনীতে যাচ্ছেন না শোভন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE