Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা যুবকের

রবিবার সন্ধ্যায় বনগাঁ থানার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় সৌরভকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল। 

সৌরভ বিশ্বাস।

সৌরভ বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০২:৫৯
Share: Save:

স্ত্রীকে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। শ্যালিকাকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশি হেফাজতে থাকা সেই অভিযুক্ত সৌরভ বিশ্বাস থানার শৌচালয়ে গলায় বেল্ট জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করল।

রবিবার সন্ধ্যায় বনগাঁ থানার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় সৌরভকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল।

শনিবারই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল। আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আদালত থেকে এনে সৌরভকে থানার লকআপে রাখা হয়েছিল। বিকেল ৫টা নাগাদ সে ডিউটি অফিসারকে জানায়, শরীর খারাপ লাগছে। মাথায় জল দিতে চায়।

ডিউটি অফিসার লকআপের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে বলেন, সৌরভকে শৌচালয়ে নিয়ে যেতে। ওই পুলিশ কর্মী লকআপ থেকে বের করে সৌরভকে নিয়ে যান।

শৌচালয়ে ঢোকার আগে একটি জায়গায় অভিযুক্তদের প্যান্টের বেল্ট খুলে রাখা হয়। ওই পুলিশ কর্মীর নজর এড়িয়ে সৌরভ সেখান থেকে একটি বেল্ট তুলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। ভিতর থেকে দরজা বন্ধও করে দেয়।

ভিতরে গলায় বেল্ট জড়িয়ে সে জানলার সঙ্গে ঝুলে পড়ার চেষ্টা করে। আওয়াজ পেয়ে পুলিশ কর্মী ও ডিউটি অফিসার দরজা ভেঙে ভিতরে ঢুকে সৌরভকে উদ্ধার করেন।

এই ঘটনায় কারও গাফিলতি আছে কিনা, পুলিশ কর্তারা তা খতিয়ে দেখছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Attempt Youth Police Custody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE