Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ডাইনো-তত্ত্ব খারিজ, কঙ্কাল গন্ধগোকুলের

এলাকার মাঠে খেলার সময়ে একটি পরিত্যক্ত বাড়িতে বল খুঁজতে গিয়েই প্রথমে ওই কঙ্কালটির একাংশ দেখতে পায় ছোটরা। মাটি সরাতেই বেরিয়ে আসে সাড়ে তিন ফুট লম্বা কঙ্কালটি। যার লেজটিই ছিল দেড় ফুটের মতো।

এই কঙ্কাল নিয়েই চলছিল জল্পনা। ফাইল চিত্র

এই কঙ্কাল নিয়েই চলছিল জল্পনা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০২:৫০
Share: Save:

আমডাঙার বোদাই থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি আসলে একটি গন্ধগোকুলের। এমনটাই জানাল ‘জ়ুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’। গত ৩ নভেম্বর ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কালটি উদ্ধারের পরে তা নিয়ে শোরগোল পড়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন, সেটি কোনও ডাইনোসরের দেহাবশেষ। পরে কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষা করতে পাঠায় উত্তর ২৪ পরগনা প্রাণিসম্পদ বিকাশ দফতর। মঙ্গলবার জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান, পরীক্ষার পরে জানা গিয়েছে, কঙ্কালটি গন্ধগোকুলের।

এলাকার মাঠে খেলার সময়ে একটি পরিত্যক্ত বাড়িতে বল খুঁজতে গিয়েই প্রথমে ওই কঙ্কালটির একাংশ দেখতে পায় ছোটরা। মাটি সরাতেই বেরিয়ে আসে সাড়ে তিন ফুট লম্বা কঙ্কালটি। যার লেজটিই ছিল দেড় ফুটের মতো। এর পরেই ওই বাড়িতে কৌতূহলীদের ভিড় বাড়তে থাকে। কঙ্কালটি কোন প্রাণীর, তা নিয়ে চলতে থাকে জল্পনা। তার পরেই কঙ্কালটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গাছপালা ও জঙ্গল কমে যাওয়ায় দিনদিনই কমছে গন্ধগোকুলের সংখ্যা। এখন তারা বিপন্ন তালিকায় উঠে এসেছে। আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও নানা প্রজাতির গন্ধগোকুলের দেখা মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Civet Cat ZSI Zoological Survey of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE