Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আদিবাসী মহিলা খুনে গ্রেফতার এক

আদিবাসী বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে সজল মণ্ডল ওরফে কেনা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সজল মণ্ডল সুন্দরবন এলাকায় মেলায় জুয়া খেলা পরিচালনার সঙ্গে যুক্ত। রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০০:৫২
Share: Save:

আদিবাসী বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে সজল মণ্ডল ওরফে কেনা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সজল মণ্ডল সুন্দরবন এলাকায় মেলায় জুয়া খেলা পরিচালনার সঙ্গে যুক্ত। রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রামের কলোনিপাড়ার বাসিন্দা ওই বধূ মেলায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পরে এক ব্যক্তি ফোন করে তাঁকে ডেকে নিয়ে যায়। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছু দূরে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। আদিবাসী মহিলার উপর অত্যাচার এবং খুনের ঘটনায় সুন্দরবন এলাকায় ধিক্কার মিছিল করে ‘রাজ্য আদিবাসী অধিকার মঞ্চ’।

তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক জনকে আটক করে। তাকে জেরা করেই সজলের খোঁজ মেলে। পুলিশের দাবি, ধরা পড়ার পর সজল জানায়, ওই মহিলাকে বিয়ের আগে থেকেই সে চিনত। উভয়ের মধ্যে সম্পর্ক ছিল বলেও সে দাবি করেছে। মাস দু’য়েক আগে দুই মেয়ে-সহ ওই মহিলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাঁর স্বামী পুকুরিয়া গ্রামে আসেন। মহিলা না ফেরায় স্বামী দুই মেয়েকে নিয়ে যান। পুলিশ জানায়, তারপর থেকেই ওই বধূকে নানা ভাবে উত্যক্ত করত সজল। মৃত্যুর তিন দিন আগেও মালতীর সঙ্গে তার ঝামেলার কথা গ্রামের মানুষ জানেন।

কিন্তু কেন রাতে ডেকে নিয়ে গিয়ে ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হল, বা খুনের আগে কারা তাঁর উপরে অত্যাচার চালিয়েছিল, তা জানতে সজলকে নিজেদের হেফাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মেলার নাম করে জুয়া-মদ-‘ড্যান্স হাঙ্গামা’র আয়োজন বন্ধের দিকেও পুলিশ লক্ষ রাখছে বলে জানিয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “এ ধরনের আয়োজনের অভিযোগ পেলে উদ্যোক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basirhat adivasi murder southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE