Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জঙ্গিহানার আশঙ্কায় সাগর মেলায় ড্রোন

সাগর মেলায় এ বার থাকছে ড্রোনের নজরদারি। সম্প্রতি আরব সাগরে ঘটে গিয়েছে সন্দেহজনক নৌকোয় বিস্ফোরণ। জঙ্গি হানা রুখতে দেশের বিমানবন্দরগুলিতে বাড়তি নজরদারি চলছে। এই পরিস্থিতিতে সাগর মেলায় বহু মানুষের ভিড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৫ ০০:২৭
Share: Save:

সাগর মেলায় এ বার থাকছে ড্রোনের নজরদারি। সম্প্রতি আরব সাগরে ঘটে গিয়েছে সন্দেহজনক নৌকোয় বিস্ফোরণ। জঙ্গি হানা রুখতে দেশের বিমানবন্দরগুলিতে বাড়তি নজরদারি চলছে। এই পরিস্থিতিতে সাগর মেলায় বহু মানুষের ভিড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মঙ্গলবার আলিপুরে জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠি। তিনি জানান, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাগর মেলায় যাতে এ বার বাড়তি পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাগর ও পার্শ্ববর্তী এলাকার উপরে নজর রাখার জন্য আকাশ পথে ড্রোন রাখা হচ্ছে। সে জন্য কলকাতা পুলিশের সাহায্য চাওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান, এ বছর সিসিটিভির সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। নদীপথে নজরদারি চালানোর জন্য পঞ্চাশটিরও বেশি স্পিডবোট থাকছে। পুলিশ সুপার বলেন, “মেলা চলাকালীন অপ্রীতিকর ঘটনা রুখতে ভারতীয় নৌবাহিনী, উপকুল রক্ষী বাহিনী-সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।” নিরাপত্তার কথা ভেবে মেলা চলাকালীন কাশীনগর থেকে লট ৮ পর্যন্ত যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ জারি হয়েছে। একই ভাবে পর্যটকদের বকখালি ও সাগরের মায়াগোয়ালিনীর ঘাট থেকে পূর্ব মেদিনীপুরে রসুলপুর নদীপথের যাতায়াত বন্ধ থাকবে বলে জানান পুলিশ সুপার। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শান্তনু বসু, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ-সহ আরও অনেকে। শান্তনুবাবু জানান, এ বছর মেলার খরচ ধরা হয়েছে ৪৩-৪৫ কোটি টাকা। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মোবাইল টয়লেট, পাঁচটি বাফার জোন, লট নম্বর ৮-এ নতুন পিচ রাস্তা, সাগরে বেনুবনে আলোর ব্যবস্থা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal terror attack sagar drone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE