সীমান্ত মৈত্র
বনগাঁর বাড়িতে ফিরলে তাঁকে যেন নিরাপত্তা দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন চিত্রদীপ।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারক পরিবারের লোকজনকে ২২ ফেব্রুয়ারি হোম থেকে নাবালককে বাড়ি নিয়ে যেতে বলেছেন।
দিলীপ নস্কর
এখন তাঁদের তোলা টাকা আমানতকারীদের মেটাচ্ছে পরিবার। সেটা করতে গিয়ে নিতান্তই করুণ তাঁদের অবস্থা।
অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র
পুলিশ জানিয়েছে, এলাকায় অশান্তি বাধানোর চেষ্টার অভিযোগে ৬৭ ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই নাবালকের বিরুদ্ধে। সোমবার বিধাননগরের জুভেনাইল আদালতে পাঠানো হয় ছেলেটিকে।
চিত্রদীপ সোম (আক্রান্ত শিক্ষক)
আমি গত ১৪ তারিখ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, মৃত সেনাকর্মীদের ‘শহিদ’ বলার বিরোধিতা করে। এটাও বলেছিলাম, খোদ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকই যুদ্ধে নিহত সেনাদের ‘শহিদ’ বলার পক্ষপাতী নয়। প্রাসঙ্গিক লিঙ্কও দিয়েছিলাম। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে।
নিজস্ব সংবাদদাতা
শনিবার গভীর রাতে হাবড়া থানা এলাকার মথুরাপুর গ্রামের এই ঘটনায় সোমবার গ্রেফতার করা হয়েছে স্থানীয় বাসিন্দা লালমিঞা মণ্ডলকে। এ দিকে, তাকে গ্রেফতার করতে গেলে আত্মীয়-স্বজনেরা পুলিশকে বাধা দেয়। পরে হাবড়ার আইসি গৌতম মিত্র যান। পুলিশ গ্রেফতার করে লালকে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আব্দুল কাদির মণ্ডল। জয়নগরের বাটরা গ্রামে নিজের বাড়িতেই সে গড়ে তুলেছিল অস্ত্র তৈরির কারখানা। সেখান থেকে সংলগ্ন নানা জায়গায় অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে খবর আসে পুলিশের কাছে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছির ধর্মতলার ওই কারখানাটি দীর্ঘদিন ধরেই চলছে। সেখানে মূলত তুসের তেল এবং বনস্পতি তৈরি হয়। শ’খানেক কর্মী সেখানে কাজ করেন। প্রতিদিনের মতো এ দিনও ভোর থেকেই কারখানা চালু হয়ে যায়।
শান্তনু ঘোষ
অগত্যা ভাটার শেষ থেকে জোয়ার শুরু হওয়ার মাঝের সময়ে বেলুড় থেকে দক্ষিণেশ্বরের মধ্যে লঞ্চ পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন চালকেরা। সে সময়ে জেটির বাইরে লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে গঙ্গায় ভাটার সময়ে চরে হেঁটে বেড়ানো বা নিজস্বী তোলা এখন পর্যটকদের বাড়তি পাওনা।
নিজস্ব সংবাদদাতা
মৃতার নাম লক্ষ্মীরানি হালদার (২০) বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ, এক যুবক লাগাতার উত্যক্ত করায় ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। ওই যুবকের বিরুদ্ধে তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তাকারীরা জানান, ওই যুবক ও তার পরিজনেদের খোঁজ মেলেনি। পুলিশও প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে।
সীমান্ত মৈত্র
রবিবার গোবরডাঙা পুরসভাতে বনগাঁ লোকসভা নিয়ে দলীয় প্রস্তুতি সভা করে জেলা তৃণমূল নেতৃত্ব।
নিজস্ব সংবাদদাতা
নাবালিকা বিয়ে বন্ধ নিশ্চিত করতে এ বার আরও আঁটঘাট বেঁধে কাজ করতে চাইছে বনগাঁ ব্লক প্রশাসন। ব্লককে ‘বাল্যবিবাহ শূন্য ব্লক’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।
সীমান্ত মৈত্র
কয়েক বছর আগে একটি ভুঁইফোড় আর্থিক প্রতারণা চক্রের খপ্পরে পড়েন তিনি। চক্রের এজেন্টদের চালচলন, লাইফ স্টাইল দেখে গ্রামের অনেকেই প্রভাবিত হয়েছিলেন।
সুপ্রকাশ মণ্ডল
এ পাড়া থেকে ও পাড়া, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। দিনরাত ছুটছেন তিনি। তা না করে উপায়ও নেই ওই যুবতীর।
সমীরণ দাস
এগারো বছরের দাম্পত্য জীবন শেষ হতে বসেছিল ভুল বোঝাবুঝিতে। একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে পুলিশের কাছে হাজির হয়েছিলেন তাঁরা।
নিজস্ব সংবাদদাতা
নিউ ব্যারাকপুরের চেয়ার কারখানায় অগ্নিকাণ্ডের চার দিন পরে, বৃহস্পতিবার রাতে মেলে নিখোঁজ পাঁচ কর্মীর দেহ।
নির্মল বসু
চিটফান্ডের কর্তারা জালিয়াতির দায়ে ধরা পড়েন। কমলেশের বাড়িতে শুরু হয় পাওনাদারদের আনাগোনা।
নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার ভবানীপুরে নেতাজির বাসভবন থেকে যাত্রা শুরু করেন ‘হানড্রেড মাইলস’–র সদস্যেরা।
সীমান্ত মৈত্র
বাণীপুর লোক উৎসব উত্তর ২৪ পরগনার তো বটেই, গোটা রাজ্যের মধ্যে অন্যতম বড় উৎসব। লক্ষাধিক মানুষ আসেন। লোকসংস্কৃতির প্রচার-প্রসারে এই উৎসবের ভূমিকার কথা মানেন সকলেই। রাজ্যের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। এ বছর ২৬ জানুয়ারি শুরু হয়েছিল মেলা।
সীমান্ত মৈত্র
অর্থলগ্নি সংস্থার চক্করে পড়ে বহু টাকা খুইয়েছেন অনেকে। কেউ আবার নিজেরা এজেন্ট হয়ে বাজার থেকে টাকা তুলেছেন দেদার। নিজেরাও টাকা ঢেলেছেন সংস্থায়। আরও তাড়াতাড়ি আরও বেশি মুনাফার আশায় তাঁদের সকলেরই ক্ষতি হয়েছে প্রচুর। কেউ কেউ ঘুরে দাঁড়াতে পেরেছেন। কেউ এখনও অথৈ জলে।
নিজস্ব সংবাদদাতা
ফোনে সে কথা জানতে পেরে প্রেমিককে বুধবার সন্ধ্যায় দেখা করতে বলে মেয়েটি। প্রেমিক সাইকেল চালিয়ে মেয়েটির বাড়ির সামনের রাস্তায় হাজির হয়। প্রেমিকাও বাড়ি থেকে লুকিয়ে রাস্তায় এসে প্রেমিকের সঙ্গে দেখা করে।
নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার সকালে স্বরূপনগরের বালকি হাইস্কুলের সাইকেল রাখার ছাউনির তলায় থেকে বিদ্রোহ দাস (২৯) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে।
নিজস্ব সংবাদদাতা
এ দিনও খোঁজাখুঁজি শেষে নিখোঁজ পাঁচ কর্মীর কোনও সন্ধান মেলেনি। পুলিশ মনে করছে, সময় যত গড়াচ্ছে, ওই কর্মীদের খুঁজে পাওয়ার আশা ততই ক্ষীণ হচ্ছে। নিখোঁজ কর্মীদের আত্মীয়েরা এখনও কারখানার বাইরে অপেক্ষায় রয়েছেন।