Advertisement
১৯ এপ্রিল ২০২৪
মুখ্যমন্ত্রীর হাতে আজ মাটি উৎসবের উদ্বোধন

একশো সিসি ক্যামেরা, হাজার পুলিশ

প্রশাসন সূত্রে জানা যায়, ২৫ একরের উৎসব প্রাঙ্গণে ৬০টি সিসি ক্যামেরা থাকবে। এ ছাড়া নবাবহাট থেকে কালনা রোডের কৃষি খামার পর্যন্ত অতিরিক্ত ৪০টি সিসি ক্যামেরায় নজরদারি চলবে। মঞ্চের কাছেই ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।

বর্ধমানের সাধনপুরে কৃষি খামারে মাটি উৎসবের মঞ্চ। সোমবার। ছবি: উদিত সিংহ

বর্ধমানের সাধনপুরে কৃষি খামারে মাটি উৎসবের মঞ্চ। সোমবার। ছবি: উদিত সিংহ

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০২:০৯
Share: Save:

মাটি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার দুপুরের সেই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা বলয় তৈরির তৎপরতা চলল সোমবার দিনভর। বর্ধমানের সাধনপুরে কৃষি খামারে প্রচুর সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম, হাজার খানেক পুলিশকর্মী— কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে মেলার মঞ্চ-স্টলের শেষ মূহুর্তের প্রস্তুতি দেখেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার কুণাল অগ্রবাল, জেলা সভাধিপতি দেবু টুডু। শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের দাবি মতো মূল মঞ্চের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। মঞ্চের ঠিক ডান দিকে খামার তৈরি করে একই জমিতে বহুমুখী চাষের প্রদর্শন রয়েছে। আছে বিকল্প চাষও। চাষিদের উৎসাহ দিতে রাখা হয়েছে ফুল চাষও। মঞ্চের বাঁ দিকে গড়ে তোলা হয়েছে আদর্শ গ্রাম।

প্রশাসন সূত্রে জানা যায়, ২৫ একরের উৎসব প্রাঙ্গণে ৬০টি সিসি ক্যামেরা থাকবে। এ ছাড়া নবাবহাট থেকে কালনা রোডের কৃষি খামার পর্যন্ত অতিরিক্ত ৪০টি সিসি ক্যামেরায় নজরদারি চলবে। মঞ্চের কাছেই ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে। ট্র্যাফিক পুলিশ জানায়, নবাবহাট থেকে কালনা রোডে মেলার মাঠে যাওয়ার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সকাল সাড়ে ৮টা থেকে। নিরাপত্তার জন্য ছ’জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১৫ জন ডিএসপি, ১০০ জন ইনস্পেক্টর-সহ এক হাজার পুলিশ মোতায়েন থাকছে। এ ছাড়া থাকবে হাজার খানেক সিভিক ভলান্টিয়ার। ত্রিস্তর নিরাপত্তা পেরিয়ে যেতে হবে মেলার মাঠে।

প্রশাসন সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার ১০ মিনিট আগে হেলিকপ্টারে উৎসবের মাঠে নামবেন। মুখ্যমন্ত্রী ছাড়া অন্য দফতরের মন্ত্রীরাও থাকবেন।

বর্ধমান শহর-সহ মেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাটি’ কবিতার ছত্র তুলে ফ্লেক্স লাগানো হয়েছে। কালনা রোডের উপরে বিভিন্ন দফতরের প্রচার চলছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মঙ্গলবার ওই মঞ্চ থেকে ৭২টি প্রকল্পের শিলান্যাস ও ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া স্বনির্ভর গোষ্ঠী-সহ বিভিন্ন দফতরের শ’খানেক মানুষকে সম্মান জানানো হবে। সভাধিপতির দাবি, “মাঠ উপচে পড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mati Utsav CCTV camera বর্ধমান
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE