Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেশি বই কিনলে মিলবে পুরস্কার

শুক্রবার আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল ৩৭তম বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বার বিশেষ পুরস্কারের ঘোষণা করেন মেয়র জীতেন্দ্র তিওয়ারি।

শুরু হল বইমেলা। শুক্রবার।—নিজস্ব চিত্র।

শুরু হল বইমেলা। শুক্রবার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩০
Share: Save:

বই মেলাকে সামনে রেখে পাঠকদের জন্য পুরস্কারের ঘোষণা করল আসানসোল পুরসভা। শুক্রবার আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল ৩৭তম বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বার বিশেষ পুরস্কারের ঘোষণা করেন মেয়র জীতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন, মেলা শেষে সবচেয়ে বেশি যিনি বই কিনবেন তাঁকে পুরসভা অতিরিক্ত ২৫ হাজার টাকার বই কিনে দেবে।

দ্বিতীয় ক্রেতাকে ১৫ হাজার ও তৃতীয়কে ১০ হাজার টাকার বই কিনে দেবে। পাশাপাশি, যে সমস্ত স্কুল, ক্লাব বা গ্রন্থাগার ১ লক্ষ টাকার উপরে বই কিনবে— পুরসভা তাদের অতিরিক্ত ১০ হাজার টাকার বই দেবে।

মেয়রের দাবি, বই কেনার প্রবণতা তৈরি ও উৎসাহ দিতেই এই পুরস্কার এ বার চালু করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, মেলার পরে মাঠের সংস্কার শুরু হচ্ছে। ক্রীড়া দফতর এ জন্য অনুদান দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, এ বারের মেলায় ৭০টি প্রকাশনী সংস্থা এসেছে। রয়েছে উর্দু ও হিন্দি বইয়ের প্রকাশনী সংস্থাও। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল শহরে এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Book Fair Asansol Prize
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE