Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আসানসোলে চালু হচ্ছে বাস

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) ৫টি নতুন মিনিবাস আজ, রবিবার চলা শুরু করবে আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে। সেগুলি চলবে আসানসোলের ঊষাগ্রাম থেকে কুমারপুর এবং ঊষাগ্রাম থেকে বিবেকানন্দ মোড় হয়ে কুমারপুর পর্যন্ত। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আসানসোল শহরের সঙ্গে প্রত্যন্ত এলাকার যোগাযোগ গড়ে তোলার জন্য আগে বিভিন্ন রুটে বাস চালানোর উদ্যোগ হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৪৩
Share: Save:

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) ৫টি নতুন মিনিবাস আজ, রবিবার চলা শুরু করবে আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে। সেগুলি চলবে আসানসোলের ঊষাগ্রাম থেকে কুমারপুর এবং ঊষাগ্রাম থেকে বিবেকানন্দ মোড় হয়ে কুমারপুর পর্যন্ত। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আসানসোল শহরের সঙ্গে প্রত্যন্ত এলাকার যোগাযোগ গড়ে তোলার জন্য আগে বিভিন্ন রুটে বাস চালানোর উদ্যোগ হয়েছিল। বেশ কিছু দিন চলার পরে নানা কারণে অনেক বাস বন্ধ হয়ে গিয়েছে। ওই সব রুটে আবার বাস চালানোর জন্য আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে রাজ্য সরকার ৫০টি মিনিবাস চালানোয় উদ্যোগী হয়েছে। রবিবার ৫টি মিনিবাস চলা শুরু করবে। সপ্তাহখানেকের মধ্যে বাকি বাসগুলিও রাস্তায় নামবে বলে জানা গিয়েছে। আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানান, ওই সমস্ত রুটে নানা কারণে অনেকে বাস তুলে নিয়েছেন। তাঁরাই যাতে আবার এসবিএসটিসি-র বাসগুলি চুক্তির ভিত্তিতে চালানোর সুযোগ পান, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিগমের কাছে সেই আবেদন জানানো হয়েছে। নিগম তা মেনেও নিয়েছে। এখন ক’দিন বাসগুলি পরীক্ষামূলক ভাবে চালানো হবে। পরে নিগম ওই বাস মালিকদের সঙ্গে চুক্তি করবে। আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুয়ালিয়া জানান, তাঁরা ইউনিয়নের তরফে সব রকম সহয়তা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

asansol bus union
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE