Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফেসবুক পোস্ট দেখে অবরোধ

ভাতারের আলীনগর গ্রামের বাসিন্দারা সকাল ন’টা থেকে ঘণ্টাখানেক ৬০ নম্বর জাতীয় সড়কের আলীনগর চৌমাথা মোড় অবরোধ করেন। পরে পুলিশ ওই ব্যক্তির খোঁজ করে দেহটি কার জানার আশ্বাস ও দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। 

অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। নিজস্ব চিত্র

অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ভাতার শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০১:৩১
Share: Save:

সাত দিন আগে নিখোঁজ হয়ে যান এক ব্যক্তি। অপহরণের অভিযোগও হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মৃতদেহের ছবি দেখে সেটি নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির দাবি করে পথ অবরোধ করলেন এলাকাবাসী।

ভাতারের আলীনগর গ্রামের বাসিন্দারা সকাল ন’টা থেকে ঘণ্টাখানেক ৬০ নম্বর জাতীয় সড়কের আলীনগর চৌমাথা মোড় অবরোধ করেন। পরে পুলিশ ওই ব্যক্তির খোঁজ করে দেহটি কার জানার আশ্বাস ও দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি আলিনগর এলাকার ব্যবসায়ী শেখ নুরাইকে অপহরণের অভিযোগ ওঠে। এলাকার লোকজনের দাবি, ঝাড়খণ্ড থেকে ধান কাটার যন্ত্র ভাড়া করে এনে কাজ করতেন তিনি। সেই টাকা নিয়ে গোলমালে ওখানকার লোকেরাই তুলে নিয়ে গিয়েছে। শুক্রবার ভাতার থানায় ঝাড়খণ্ডের ব্যবসায়ী শওকত আলি শেখ ও তাঁর দলবলের নামেও অপহরণের অভিযোগ করেন তাঁরা। এলাকাবাসীর দাবি, নুরাইকে উদ্ধারের কোনও উদ্যোগ করেনি পুলিশ।

এ দিন সকালে স্থানীয় এক যুবকের ফেসবুক ‘নিউজ ফিডে’ একটি জলা জায়গায় এক জনের দেহ পড়ে আছে সেই ছবি আসে। এলাকাবাসীর দাবি, পোশাক দেখে মনে হচ্ছে মৃত ব্যক্তিই নুরাই শেখ। কিন্তু মৃতদেহের মুখের সামনের অংশ অ্যাসিডে পোড়া থাকায় পুরোটা বোঝা যায়নি। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার চিরপুর এলাকায় ওই দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলেও এলাকাবাসীর দাবি। পুলিশের আশ্বাস, ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর করে দেহটি শনাক্ত

করা হবে।

এ দিনের অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজট হয় এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় মুশকিলে পড়ে পুলিশ। পরে অবশ্য পরীক্ষার্থীদের যানবাহনকে ছেড়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Blockade Dead Body Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE