Advertisement
১৭ এপ্রিল ২০২৪

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র কম, ক্ষোভ চাকরিপ্রার্থীদের

পুলিশ জানায়, পরীক্ষার সময়ে দেখা যায়, ৩০০টি প্রশ্নপত্র থাকলেও, চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল প্রায় ৮০০।

রাজবাঁধের বেসরকারি কলেজের এই পরীক্ষাকেন্দ্রেই গোলমাল। নিজস্ব চিত্র

রাজবাঁধের বেসরকারি কলেজের এই পরীক্ষাকেন্দ্রেই গোলমাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁকসা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:২১
Share: Save:

প্রশ্নপত্রের সংখ্যা যা, তার দ্বিগুণেরও বেশি চাকরিপ্রার্থী। এমনই বিপত্তি দেখা গেল ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের চাকরির পরীক্ষায়। এর জেরে শনিবার রাজবাঁধের একটি বেসরকারি কলেজের ওই পরীক্ষার কেন্দ্রে বিক্ষোভও দেখান চাকরিপ্রার্থীদের একাংশ।

পুলিশ জানায়, পরীক্ষার সময়ে দেখা যায়, ৩০০টি প্রশ্নপত্র থাকলেও, চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল প্রায় ৮০০। ফলে সব প্রার্থী পরীক্ষায় বসতে পারেননি। ওড়িশার বাসিন্দা চিন্ময় রাউ নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘সকলকেই পরীক্ষায় বসতে দিতে হবে। সংস্থা পরিস্থিতি সামাল দিতে প্রশ্নপত্রের ফটোকপি করায়। আমরা তাতে রাজি হইনি। কারণ, এর ফলে প্রশ্নপত্র ফাঁস হতে পারে।’’ সংস্থার তরফে এক আধিকারিক জানান, তাঁরা ওয়েবসাইটে এই পরীক্ষার বিষয়ে জানিয়েছিলেন। সেই মতো এ দিন এখানে পরীক্ষার দিন ঠিক করা হয়। কিন্তু এ দিন প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভের পরে সংস্থার আধিকারিকেরা অন্য দিন পরীক্ষা নেওয়া হবে জানালে বিক্ষোভ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE