Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেন গ্রামের বাসিন্দা চিরঞ্জিত বাউড়ি, প্রাণ বাউড়ি, আনন্দ বাউড়ি, দিশা বাউড়িরা।

পাটশেওড়ায় ভাঙচুর। নিজস্ব চিত্র

পাটশেওড়ায় ভাঙচুর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৯
Share: Save:

মোদীর সভায় যোগ দেওয়ায় বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ফরিদপুর (লাউদোহা) থানার পাটশেওড়া গ্রামে। বুধবার সকালে এলাকায় পুলিশ গেলে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেন গ্রামের বাসিন্দা চিরঞ্জিত বাউড়ি, প্রাণ বাউড়ি, আনন্দ বাউড়ি, দিশা বাউড়িরা। তাঁরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক হিসাবে পরিচিত। অভিযোগ, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন তাঁদের চারটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বিভিন্ন জিনিস। বিজেপি সমর্থক লক্ষ্মী বাউড়ির অভিযোগ, ‘‘রাতে মেয়ের সঙ্গে টিভি দেখছিলাম। সেই সময় কয়েকজন আমাদের ঘরে ঢুকে ভাঙচুর করে। কোনও রকমে পালিয়ে যাই। প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলাম বলেই এই হামলা।’’ পুলিশের কাছে তাঁরা অভিযোগ করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এক যুবতীর সঙ্গে অশালীন আচরণও করা হয়েছে বলে অভিযোগ।

বুধবার সকালে এলাকায় যান বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, দলের নেতা জিতেন চট্টোপাধ্যায়েরা। লক্ষ্মণবাবু দাবি করেন, ‘‘প্রধানমন্ত্রীর সভায় ভিড় দেখে মাথা ঘুরে গিয়েছে তৃণমূলের। তাই ওদের দলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদি দ্রুত অভিযুক্তদের ধরা না হয় তাহলে শুক্রবার থানা ঘেরাও করা হবে।’’ যদিও ঘটনার সঙ্গে দলের কারও যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্লক তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্য সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এটি কোনও রাজনৈতিক বিষয় নয়। পাড়ার লোকেদের নিজেদের মধ্যে কোনও কারণে ঝামেলা হয়। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Political Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE