Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের জ্বরে মৃত্যু, ক্ষোভ দুর্গাপুরে

জ্বরে আক্রান্ত হয়ে রবিবার ফের এক জনের মৃত্যু হয়েছে দুর্গাপুরে। ভগৎ সিংহ কলোনির বাসিন্দা বিনোদ মন্ডল (৩০) শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বেনাচিতির একটি নার্সিংহোমে। এ দিন সকালে সেখানেই তিনি মারা যান।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

জ্বরে আক্রান্ত হয়ে রবিবার ফের এক জনের মৃত্যু হয়েছে দুর্গাপুরে। ভগৎ সিংহ কলোনির বাসিন্দা বিনোদ মন্ডল (৩০) শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বেনাচিতির একটি নার্সিংহোমে। এ দিন সকালে সেখানেই তিনি মারা যান। একই ভাবে জ্বর নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার পরে বুধবার রাতে মৃত্যু হয়েছিল বেনাচিতির অন্নপূর্ণা নগরের যুবক কৃষ্ণমুরারী ঠাকুরের। বাসিন্দাদের অভিযোগ, একের পর এক অজানা জ্বরে মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ, সাফাই অভিযানে পুরসভার তরফে তেমন উদ্যোগ নজরে আসছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন বিনোদ। শনিবার রাতে তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, প্রবল জ্বরে ভুগছিলেন তিনি। প্রাথমিক রক্ত পরীক্ষায় দেখা যায়, প্লেটলেট কমে গিয়েছে। রবিবার সকালে তিনি মারা যান। মৃত্যুর কারণ ‘কার্ডিও রেসপিরেটরি ফেলিওর’ বলে উল্লেখ করেছেন চিকিৎসক। তবে রক্তের নমুনা পরীক্ষার আগেই ওই যুবকের মৃত্যু হওয়ায় তাঁর ডেঙ্গিও হয়ে থাকতে পারে বলে সন্দেহ চিকিৎসকের। গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের প্রাথমিক লক্ষণ থাকলেও চূড়ান্ত পরীক্ষায় কারও ডেঙ্গি মেলেনি বলে প্রশাসন সূত্রের খবর।

শহরবাসীর ক্ষোভ, জ্বরের প্রকোপ বাড়লেও শহরের আনাচে-কানাচে জমা আবর্জনা সরাতে পুরসভার তরফে জোরদার তৎপরতা নজরে আসছে না। যদিও পুরসভার দাবি, শহর জুড়ে মশানাশক স্প্রে করা হচ্ছে। আগাছা ও জঞ্জাল সাফাইয়ের কাজও চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Unknown fever Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE