Advertisement
২০ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় পুলিশের গাড়ি, মৃত এএসআই

এ বার বলি হলেন বীরভূমের শান্তিনিকেতন থানায় কর্মরত এএসআই ধনপতি সাহা (৫৫)। সোমবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে ফেরার পথে আউশগ্রামের বটগ্রামে একটি চালবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ছিলেন ধনপতিবাবু।

মৃত ধনপতি সাহা। নিজস্ব চিত্র

মৃত ধনপতি সাহা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০২:১২
Share: Save:

ফের দুর্ঘটনা ঘটল আউশগ্রামের কাছে জাতীয় সড়কে। এ বার বলি হলেন বীরভূমের শান্তিনিকেতন থানায় কর্মরত এএসআই ধনপতি সাহা (৫৫)। সোমবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে ফেরার পথে আউশগ্রামের বটগ্রামে একটি চালবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ছিলেন ধনপতিবাবু। ওই গাড়ির চালক ও আরও ৪ পুলিশকর্মীও আহত হয়েছেন। গুরুতর অবস্থায় দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে জেলা পুলিশের ওই পাইলট গাড়িটির সঙ্গে আরও দুটি গাড়িতে বোলপুরে ফিরছিলেন পুলিশকর্মীরা। রাত ১টা ১০ নাগাদ ভেদিয়ার কাছে বটগ্রামে একটি বাঁক ঘোরার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। বাঁ দিকের অংশ ভেঙে চুরমার হয়ে যায় গাড়িটির। ধনপতিবাবু বসেছিলেন চালকের পাশে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পিছনের আসনে থাকা আর এক পুলিশকর্মী মোল্লা কামালউদ্দিন ও চালক উজ্জ্বল ধীবর মারাত্মক ভাবে জখম হন। অন্য গাড়িতে থাকা পুলিশ কর্মীরা প্রাথমিক ভাবে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকের চালককে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটার পরেও যান চলাচলে নিয়ন্ত্রণ নেই। যদিও জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়ের দাবি, দুর্ঘটনা রোধে বিভিন্ন ভাবে ব্যবস্থা নিয়েছে পুলিশ। কিছুদিন আগেই ডিজি (ট্রাফিক) দুর্ঘটনাপ্রবণ এলাকা ঘুরে বেশ কিছু পদক্ষেপ করার কথাও বলেছেন। গত ছ’মাসে ওই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন দশ জন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পরে আউশগ্রামের কুরুম্বা গ্রামের বাড়িতে আনা হয় ধনপতিবাবুর দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতন থানায়। বীরভূম জেলা পুলিশের তরফে সম্মান জানানো হয় তাঁকে। জানা গিয়েছে, আউশগ্রামে পৈত্রিক বাড়ি হলেও বোলপুরের জামবুনিতে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন ধনপতিবাবু। কলকাতায় দীর্ঘদিন কাজ করার পরে মাস তিনেক আগে যোগ দেন শান্তিনিকেতন থানায়। ধনপতিবাবুর মৃত্যুর খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন অনুব্রতবাবু। পরিবারকে সমবেদনাও জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE