Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সাপে কাটলে কী করবেন, শিবির কালনায়

বুধবার থেকে দু’দিনের বিশেষ শিবির করে বাজ পড়লে কোথায় দাঁড়ানো নিরাপদ, অ্যাম্বুল্যান্স না আসা পর্যন্ত কী ভাবে হৃৎস্পন্দন সচল রাখতে হবে তা বোঝানো হয়। শিবিরে ছিলেন মহকুমার পাঁচ পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান-সহ বিভিন্ন সরকারি কর্মীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০৬:৫০
Share: Save:

বাজ পড়লে বা সাপে কাটলে সময় নষ্ট না করে, কী ভাবে প্রাথমিক চিকিৎসা শুরু করা উচিত, শিবির করে তা বোঝাল কালনা মহকুমা প্রশাসন।

বুধবার থেকে দু’দিনের বিশেষ শিবির করে বাজ পড়লে কোথায় দাঁড়ানো নিরাপদ, অ্যাম্বুল্যান্স না আসা পর্যন্ত কী ভাবে হৃৎস্পন্দন সচল রাখতে হবে তা বোঝানো হয়। শিবিরে ছিলেন মহকুমার পাঁচ পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান-সহ বিভিন্ন সরকারি কর্মীরা।

এ দিন কালনা ১ ও ২ ব্লকের জনপ্রতিনিধিদের বিশেষজ্ঞরা জানান, কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। সে সময় কোনও পাকা বাড়ির দালানেদাঁড়ানো নিরাপদ। তবে ঘরের ভিতর খোলা জানালার সামনে অথবা ধাতব কিছু ধরে দাঁড়িয়ে থাকা বিপ্পজনক। ফ্রিজ, টিভির মতো জিনিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা ও বলা হয়। প্রশিক্ষকদের দাবি, গাছপালার মাঝে, বিদ্যুতের খুঁটির নীচ এড়িয়ে যাওয়ায় ভাল এই সময়। শিবির চলাকালীন উঠে আসে মাস তিনেক আগের একটি দুর্ঘটনার কথা। কালনা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ শ্যামল দাঁ জানান, ওই দিন গজলক্ষ্মী উচ্চবিদ্যালয়ের এক ছাত্র স্কুলের তিনতলা ছাদে মোবাইলে কথা বলার সময় বজ্রাহত হয়। বিশেষজ্ঞরা জানান, বজ্রাহত ব্যক্তির শরীরে বিদ্যুৎ থাকে না। ফলে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

সাপে কাটা রোগীকেও ওঝা নয় ঘটনার ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। ছবি দেখিয়ে কোন সাপ বিষধর, কোনটা নির্বিষ তা জানানো হয়। অ্যাসিড হামলা ও বাল্যবিবাহ রুখতেও নানা পরামর্শ দেওয়া হয়। শিবিরটি পরিচালনা করে মাধবীলতা নামে একটি সংস্থা। ওই সংস্থার সম্পাদক সৌরভ হালদার বলেন, ‘‘সচেতনতা সভা করে বেশ কয়েকটি ব্লকে সাফল্য পেয়েছি। আশা করছি যাঁরা শিখে যাচ্ছেন তাঁরা বিপদে পাশে দাঁড়াবেন, অন্যদেরও শেখাবেন।’’

মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানান, বজ্রাঘাত এবং সাপের ছোবলে মৃত্যু যে ভাবে বাড়ছে, তা উদ্বেগের। প্রাণ বাঁচানোর কৌশলের সঙ্গে কী ভাবে ক্ষতিপূরণ পাওয়া যায় তাও জানানো হয় শিবিরে। সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সুকুর শেখ বলেন, ‘‘অনেক কিছু শিখলাম। চেষ্টা করব এলাকার লোকজনকে জানাতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snake Snakes Bite Bite Awareness camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE