Advertisement
২৫ এপ্রিল ২০২৪
প্রচার শেষে মাঠে সব পক্ষই, ভোটে প্রস্তুত প্রশাসনও

শেষ লগ্নেও পিছু ছাড়ল না ‘হামলা’

এ দিন সকালে বিজেপি-র বারাবনি ব্লকের জেলা পরিষদ প্রার্থী কৃষ্ণপদ গোস্বামী প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, আমডিহা মো়ড় থেকে বাঁক নিতেই প্রায় ৩০ জন বিজেপি প্রার্থীর গাড়ি আটকায়।

শনিবার ভোট-প্রচারে সবদলই। জেলার নানা প্রান্তে। নিজস্ব চিত্র

শনিবার ভোট-প্রচারে সবদলই। জেলার নানা প্রান্তে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০১:৫৬
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হল শনিবার। তা উপলক্ষে এ দিন জেলা জুড়েই প্রচার চালাতে দেখা গিয়েছে নানা রাজনৈতিক দলকে। তবে প্রচারের শেষ লগ্নেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিরোধী দলগুলি।

এ দিন সকালে বিজেপি-র বারাবনি ব্লকের জেলা পরিষদ প্রার্থী কৃষ্ণপদ গোস্বামী প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, আমডিহা মো়ড় থেকে বাঁক নিতেই প্রায় ৩০ জন বিজেপি প্রার্থীর গাড়ি আটকায়। মারধর করা হয় কৃষ্ণপদবাবু ও তাঁর সঙ্গীদের। ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতেও। কৃষ্ণপদবাবুর অভিযোগ, ‘‘হামলার পিছনে রয়েছে তৃণমূল। প্রচারের শেষ দিনেও হামলা হল।’’ অভিযোগ অস্বীকার করে বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘‘আমাদের কেউ হামলার সঙ্গে যুক্ত নন।’’

হামলার অভিযোগ উঠেছে অণ্ডালের মদনপুর পঞ্চায়েতের পলাশবনেও। শুক্রবার রাত ৮টা নাগাদ বাড়ি বাড়ি প্রচারে চালানোর সময়ে তৃণমূলের লোক জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী দিবাকর পাল। তিনি জানান, বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে খান্দরা ব্লক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করান। তৃণমূলের অণ্ডাল ব্লক সভাপতি অলোক মণ্ডলের অবশ্য দাবি, ‘‘মিথ্যা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী।’’

পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামের সিপিআই(এমএল) নেতা সাধন দাস জানান, তাঁর স্ত্রী ভোটে প্রার্থী। এই পরিস্থিতিতে গ্রামের তৃণমূল নেতা ঝগড়ু সিংহ হুমকি দিচ্ছেন এবং এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করছেন। বিষয়টি নিয়ে তিনি মহকুমাশাসকের (দুর্গাপুর) দ্বারস্থও হয়েছেন। যদিও ঝগড়ুবাবুর দাবি, ‘‘কেন্দ্রা পঞ্চায়েতের একটিমাত্র সংসদে ভোট হচ্ছে। তিনিও নিশ্চিত হারবেন। ভয় দেখানোর কোনও দরকারই নেই।’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা।

চলছে ভোট-প্রচার।

শুক্রবার গভীর রাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দু’টি চায়ের দোকানে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ করেছে। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের পলাশডাঙা লাগোয়া এলাকার ঘটনা। বিজেপি-র দাবি, ওই এলাকায় দলের প্রার্থীরা দোকান দু’টিতে বসে নানা বিষয়ে আলাপ-আলোচনা করতেন। বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, ‘‘এ নিয়ে তৃণমূল আগেই আমাদের প্রার্থীদের হুমকি দিয়েছিল।’’ বিজেপি-র দাবি, হামলায় একটি দোকানের চাল ভেঙে গিয়েছে। এলাকায় তৃণমূলের মোটরবাইক বাহিনীর দাপটও দেখা যাচ্ছে বলে বিজেপি-র অভিযোগ। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও কাঁকসা থানায় অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হামলার অভিযোগ ওঠে কাঁকসার গোপালপুরেও। তবে এ ক্ষেত্রে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন ব্যাপারী। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় দলের পতাকা টাঙানোর সময়ে দলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী রমেন মণ্ডলের অনুগামীরা তাঁকে মারধর করেন। যদিও রমেনবাবুর দাবি, ‘‘পারিবারিক বিবাদে এটা ঘটেছে। দলে কোনও কোন্দল নেই।’’

এ ছাড়া শনিবার সালানপুরের মেলেকোলা গ্রামে সিপিএম, এথোড়ায় কংগ্রেস, সালানপুর ও বারাবনির নানা জায়গায় তৃণমূল প্রচার সারে। কাঁকসায় টোটো, মোটরবাইক নিয়ে মিছিল করে তৃণমূল। পানাগড় বাজারে পথসভা করে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE