Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সেরা স্কুলের পুরস্কার আসছে পূর্বস্থলীতে

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার এই পুরস্কার পাচ্ছে আটটি জেলার ১৩টি স্কুলকে। সেই তালিকায় প্রথম নামটিই পূর্বস্থলীর স্কুলটির। এ ছাড়া হুগলি ও বাঁকুড়ার তিনটি করে, দক্ষিণ ২৪ পরগনার দু’টি এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের একটি করে স্কুল এই পুরস্কার পাবে।

আনন্দে: পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয়ে শনিবার। নিজস্ব চিত্র

আনন্দে: পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয়ে শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:২০
Share: Save:

শিক্ষা দফতরের ‘সেরা বিদ্যালয় সম্মাননা ২০১৭’ পুরস্কার পাচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয়। ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন কলকাতায় নজরুল মঞ্চের অনুষ্ঠানে রাজ্য সরকার এই পুরস্কার তুলে দেবে স্কুলের প্রধান শিক্ষকের হাতে।

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার এই পুরস্কার পাচ্ছে আটটি জেলার ১৩টি স্কুলকে। সেই তালিকায় প্রথম নামটিই পূর্বস্থলীর স্কুলটির। এ ছাড়া হুগলি ও বাঁকুড়ার তিনটি করে, দক্ষিণ ২৪ পরগনার দু’টি এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের একটি করে স্কুল এই পুরস্কার পাবে।

পুরস্কারপ্রাপ্তির খবর পৌঁছতেই পূর্বস্থলীর স্কুলটিতে খুশির হাওয়া। কেন এই সাফল্য? স্কুলের শিক্ষকদের দাবি, ধারাবাহিক ভাবে বোর্ডের পরীক্ষায় ভাল করছে পড়ুয়ারা। ২০১২-র উচ্চমাধ্যমিক, ২০১৩-র মাধ্যমিকে মেধাতালিকায় স্থান পায় এই স্কুলের ছাত্ররা। এ ছাড়া খেলাধুলোতেও মেলে নজরকাড়া সাফল্য। ২০১৪-য় পামলিকা দত্ত, ২০১৫-য় নূপুর সরকার রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পায়।

স্কুলের প্রধান শিক্ষক, তথা পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক প্রদীপ সাহাও খুশি এই পুরস্কার প্রাপ্তিতে। শনিবার তিনি বলেন, ‘‘পড়াশোনা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলো-সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে স্কুলের পড়ুয়াদের সাফল্য নজরকাড়া। এই পুরস্কার আসলে সব শিক্ষক, পড়ুয়া, অভিভাবক এবং এলাকার মানুষের মিলিত চেষ্টার ফল।’’ স্কুলের সাফল্যে খুশি পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর বন্দ্যোপাধ্যায়ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE