Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বিজেপি-র পতাকা উক্তায়, টানাপড়েন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আউশগ্রাম ১ ব্লকে বিজেপি-র স্মারকলিপি কর্মসূচিতে যোগ দেন উক্তা গ্রামের জনা ত্রিশ বাসিন্দা। সেখান থেকে ফেরার সময়ে তাঁদের মধ্যে পূর্ণ মেটে, হারাধন মেটে এবং কুন্তল মেটেকে পিচকুড়ি গ্রামে কয়েকজন আটকে মারধর করে, বন্দুক বার করে হুমকি দেয় ও আটকে রাখে বলে অভিযোগ।

উক্তা গ্রামে। নিজস্ব চিত্র

উক্তা গ্রামে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০২:২৫
Share: Save:

দলের কর্মসূচি থেকে ফেরার পথে তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল গ্রামে। সেই ঘটনার পরে গ্রাম জুড়ে টাঙিয়ে দেওয়া হয় বিজেপি-র পতাকা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে তপ্ত আউশগ্রামের উক্তা গ্রাম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আউশগ্রাম ১ ব্লকে বিজেপি-র স্মারকলিপি কর্মসূচিতে যোগ দেন উক্তা গ্রামের জনা ত্রিশ বাসিন্দা। সেখান থেকে ফেরার সময়ে তাঁদের মধ্যে পূর্ণ মেটে, হারাধন মেটে এবং কুন্তল মেটেকে পিচকুড়ি গ্রামে কয়েকজন আটকে মারধর করে, বন্দুক বার করে হুমকি দেয় ও আটকে রাখে বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, বিষয়টি পুলিশকে জানানোর পরে তিন জনকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে গ্রামে দলের প্রায় ৬০টি পতাকা টাঙানো হয় বলে জানান বিজেপি কর্মী গোবিন্দ মেটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি পতাকা টাঙানোর পরেই তৃণমূল নেতারা এলাকায় আসেন। তৃণমূলের আউশগ্রাম ১ ব্লক সভাপতি শেখ সালেক রহমানের দাবি, একটি ঘটনার প্রেক্ষিতে ওই গ্রামের কিছু মানুষ ভুল বুঝে এই কাজ করেছিলেন। বোঝানোর পরে তাঁরা ভুল বুঝেছেন। বিজেপি নেতা জয়দীপ চট্টরাজের পাল্টা দাবি, গ্রামবাসী স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপির পতাকা টাঙানোয় আতঙ্কিত তৃণমূল বাসিন্দাদের চাপ দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flag BJP TMC Ukta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE