Advertisement
১৯ এপ্রিল ২০২৪
BJP

‘ময়নাতদন্তের উপর ভরসা নেই’ পূর্বস্থলীর বিজেপি কর্মীর মৃত্যুতে তোপ বিজেপির

রাজু বলেন, “ময়নাতদন্তের উপর কোনও ভরসা নেই। কারণ ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হচ্ছে, জলে ডুবে মারা গিয়েছেন। কখনও মুখ্য়মন্ত্রী বলছেন, তো কখনও কমিশনার। চিকিৎকদের প্রভাবিত করা হচ্ছে।”

মরদেহে মালা দিচ্ছেন রাজু। নিজস্ব চিত্র।

মরদেহে মালা দিচ্ছেন রাজু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫৫
Share: Save:

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের মৃতদেহ ময়নাতদন্ত হল সোমবার। বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হয় জেলা পার্টি অফিসে। সেখানেই বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

জেলা পার্টি অফিসে সুখদেবের মরদেহে মালা দেওয়ার পর রাজু বলেন, “ময়নাতদন্তের উপর কোনও ভরসা নেই। কারণ ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হচ্ছে, জলে ডুবে মারা গিয়েছেন। কখনও মুখ্য়মন্ত্রী বলছেন, তো কখনও কমিশনার। চিকিৎকদের প্রভাবিত করা হচ্ছে।”

মৃত বিজেপি কর্মী সুখদেব (৩৪) পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দিন কয়েক আগে জামালপুরে বিজেপির এক কর্মসূচিতে যোগ দেওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। রবিবার বাড়ির কাছেই নিমিখাঁর পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতের পরিবারের দাবি, তাঁকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। দোষীরা গ্রেফতার না হলে জঙ্গী আন্দোলনের হুমকি দেন কালনার স্থানীয় বিজেপি নেতা ধনঞ্জয় হালদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE