Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ফর্ম পূরণের হার দেখে স্বস্তি বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের একাংশের দাবি ছিল স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির সময় কম মিলবে। এই দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের পড়ুয়ারা বারবার আন্দোলনেও নেমেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০১:৪৬
Share: Save:

পড়ুয়াদের একাংশের দাবি ছিল স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির সময় কম মিলবে। এই দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের পড়ুয়ারা বারবার আন্দোলনেও নেমেছিলেন। কিন্তু প্রায় বাহান্ন হাজার পড়ুয়া ইতিমধ্যেই পরীক্ষার ফর্ম পূরণ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ফর্ম পূরণের সংখ্যার দিকে তাকিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ পড়ুয়াদের পরীক্ষা পিছনোর দাবিতে আন্দোলন কতখানি যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন তুলেছেন।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পরীক্ষা পিছনোর দাবিতে আন্দোলনে নামে একদল পড়ুয়া। আন্দোলনরত পড়ুয়াদের দাবি ছিল, স্নাতক স্তরের তৃতীয় বর্ষের অনার্সের পরীক্ষা মার্চে নয়, জুন-জুলাই মাসে করতে হবে। তাঁদের যুক্তি ছিল, দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের প্র্যাক্টিক্যাল পরীক্ষা মাস দু’য়েক আগেই শেষ হয়েছে। এই অবস্থায় স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য কার্যত হাতে কোনও সময় থাকছে না তাঁদের। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ২৮ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও পরীক্ষা না পিছনোর আবেদন জানিয়ে মেল করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আন্দোলন চলাকালীনই বেশ কয়েকটি কলেজে অনলাইন ফর্ম পূরণ হয়েছে। বিশঅববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ফর্ম ফিল-আপের দিন শেষ হওয়ার পর দেখা গিয়েছে, ৫১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণ করেছেন। এই সংখ্যা দেখেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবকুমার পাঁজার দাবি, ‘‘পরীক্ষা পিছনোর দাবির সঙ্গে নিশ্চিত ভাবেই বেশির ভাগ পড়ুয়া একমত নন।” সেই সঙ্গে দেবকুমারবাবুর দাবি, রাজ্যের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়েই প্রথম স্নাতক স্তরে অনলাইন ফর্ম পূরণ হল। এখনও পর্যন্ত স্নাতক স্তরে প্রথম বর্ষে ৭৮ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে ফর্ম পূরণ করেছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হুগলি, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার ১১৭টি কলেজের পড়ুয়ারা স্নাতক স্তরে তৃতীয় বর্ষের পরীক্ষা দেবেন বলে পরীক্ষা নিয়ামকের দফতর থেকে জানা গিয়েছে।

অনলাইন ফর্ম পূরণের সাফল্যে খুশি বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও। এক অধ্যক্ষের কথায়, ‘‘স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়ারা সাধারণ ভাবে চান, দ্রুত পরীক্ষা শেষ হোক। তার ফলে দেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।’’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশও মনে করেন, সময়ে ফল প্রকাশ না হলে বর্ধমানেও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়াতেও দেরি হয়ে যাবে।

আগামী ২৮ মার্চ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দফায় বাঁকুড়াতে ভোট থাকায় পরীক্ষাসূচিতে খানিকটা বদল করতে হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন প্রক্রিয়ার জন্য বাঁকুড়ার বিভিন্ন কলেজে ভোটের কাজ করা হবে। সেই জন্য বাঁকুড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮টি বেসরকারি বিএড কলেজ ও ২টি স্কুলে স্নাতকস্তরে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কলেজ ও স্কুলের শিক্ষকেরাই দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan university form fill up student education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE