Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পুকুর ভরাটের নালিশ মেমারিতে

মেমারি শহরের ১ নম্বর ওয়ার্ডের ওই পুকুরটি স্থানীয় ভাবে শুলিপুকুর নামে পরিচিত। স্থানীয় বাসিন্দা সনৎ বন্দ্যোপাধ্যায় বর্ধমানের মহকুমাশাসক (সদর দক্ষিণ), মেমারি ১-এর বিডিও, পুরপ্রধানের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, সরকারি নথিতে পুকুর বলে উল্লিখিত জলাশয়টি ১.২ একর জায়গা জুড়ে রয়েছে।

এই পুকুর নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

এই পুকুর নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৩:০৫
Share: Save:

বাণিজ্যিক ভবন তৈরি করার জন্য বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে মেমারিতে। স্থানীয় এক বাসিন্দা পুরসভা থেকে শুরু করে প্রশাসনিক মহলে লিখিত অভিযোগে জানিয়েছেন। তাঁর দাবি, বেশ কিছুদিন ধরে পুকুরের একাংশ বুজিয়ে ফেলা হচ্ছে। অভিযোগের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারাও।

মেমারি শহরের ১ নম্বর ওয়ার্ডের ওই পুকুরটি স্থানীয় ভাবে শুলিপুকুর নামে পরিচিত। স্থানীয় বাসিন্দা সনৎ বন্দ্যোপাধ্যায় বর্ধমানের মহকুমাশাসক (সদর দক্ষিণ), মেমারি ১-এর বিডিও, পুরপ্রধানের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, সরকারি নথিতে পুকুর বলে উল্লিখিত জলাশয়টি ১.২ একর জায়গা জুড়ে রয়েছে। কিন্তু বেশ কিছু মাস ধরেই পুকুরটি ব্যবসায়িক স্বার্থে বুজিয়ে ফেলা হচ্ছে। তাঁর আরও দাবি, পুকুরটি বুজে গেলে এলাকায় জলকষ্ট হবে, তেমনি অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে জল পেতেও সমস্যায় পড়বে দমকল থেকে স্থানীয় বাসিন্দারা।

মেমারি পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভাকে অন্ধকারে রেখে কেউ বা কারা পুকুর ভরাট করছে। পুকুরটির প্রকৃত মালিকের পরিচয় জানার জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠিও দেওয়া হচ্ছে। বিডিও শৈলশেখর সরকার জানান, পুকুর ভরাট করা নিয়ে একটা অভিযোগ জমা পড়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Illegal Pond Filling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE