Advertisement
১৯ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্ত মহিলা, ‘সিল’ বারাবনির এলাকা

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে গর্ভবতী অবস্থায় ২০ মে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও বর্ধমান শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০৪:৪৬
Share: Save:

এ বার করোনা সংক্রমণের হদিস মিলেছে পশ্চিম বর্ধমানের বারাবনির বাসিন্দা এক মহিলার শরীরে। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন। সোমবার তাঁর লালারসের নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পরেই, বারাবনিতে সতর্কতা জারি করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে গর্ভবতী অবস্থায় ২০ মে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। শরীরে বেশ কিছু জটিলতা দেখা দেওয়ায় ২৩ মে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, উপসর্গ দেখে রবিবার সকালে ওই মহিলার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সকালে জানা যায়, ওই মহিলা করোনায় আক্রান্ত। তাঁকে কাঁকসার হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল বলেন, “স্বাস্থ্যবিধি মেনে যা-যা করণীয়, সবটাই করা হচ্ছে।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার প্রত্যক্ষ সংস্পর্শে আসায় ১১ জন চিকিৎসক ও নার্সকে নিভৃতবাস কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের ওয়ার্ড ও লিফট ‘স্যানিটাইজ়’ করা হয়েছে।

পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, “রবিবার রাত থেকে জেলায় নয় জন করোনা আক্রান্তের হদিস মিলেছে। এ ছাড়াও, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার করোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে।’’

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে বারাবনির ওই মহিলার করোনা পজ়িটিভ রিপোর্ট আসার পরেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে ওই মহিলার বাড়ির আশপাশে সতর্কতা জারি করা হয়েছে। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি রেখেই চিকিৎসা শুরু করা হয়েছিল। সে সময় তাঁর শরীরে কোনও রকম করোনার উপসর্গ দেখা যায়নি। হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, ওই মহিলার শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া মাত্রই খোঁজ খবর শুরু হয়েছে, তাঁর সংস্পর্শে কারা এসেছেন। তাঁদের তালিকা তৈরি করে লালারসের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নিখিলবাবু বলেন, ‘‘এখন জেলা হাসপাতালেই রোগীদের লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাই সংস্পর্শে আসা প্রত্যেকেরই পরীক্ষা হাসপাতালেই করানো হবে।’’

পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য দফতরের উদ্যোগে ওই মহিলার পরিবারের ছয় সদস্যকে আসানসোলের ‘কোভিড’ হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে।’’ জানা গিয়েছে, ওই মহিলাকে প্রথম বারাবনি থেকে জেলা হাসপাতালে যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল, ওই গাড়ির চালককেও পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, বারাবনি ব্লকের ওই মহিলার বাড়ির আশপাশের এলাকা ‘সিল’ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঢোকা বেরনোয় কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE