Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

কার্ডহীন উপভোক্তারা পেলেন না রেশন, অভিযোগ

এ দিন মহকুমা তথা জেলার নানা প্রান্তে সকাল থেকেই দেখা যায়, রেশন দোকানগুলির সামনে কার্ডহীন উপভোক্তাদের লম্বা লাইন।

রেশন নিতে লাইন। মঙ্গলবার নিয়ামতপুরে। নিজস্ব চিত্র

রেশন নিতে লাইন। মঙ্গলবার নিয়ামতপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৩:১৮
Share: Save:

বিনামূল্যে রেশন বিলি চলছে। অথচ, পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার বিস্তীর্ণ এলাকায় কার্ডহীন উপভোক্তাদের বড় অংশের অভিযোগ, তাঁরা রেশন পাননি। পাশাপাশি, মঙ্গলবারও বারাবনির বহু এলাকায় আটাও সরবরাহ হয়নি বলে অভিযোগ উপভোক্তাদের। সেই সঙ্গে প্রশাসনের কর্তাদের অভিজ্ঞতা, রেশন নিতে গিয়ে লম্বা লাইনে পরস্পরের থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে দাঁড়াচ্ছেন না উপভোক্তারা।

এ দিন মহকুমা তথা জেলার নানা প্রান্তে সকাল থেকেই দেখা যায়, রেশন দোকানগুলির সামনে কার্ডহীন উপভোক্তাদের লম্বা লাইন। তবে তাঁরা জানান, ডিলারেরা জানিয়েছেন, তাঁদের জন্য খাদ্যসামগ্রী আসেনি।

যদিও এ বিষয়ে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, কার্ডহীন উপভোক্তাদের জন্য কুপন ছাপিয়ে বেশির ভাগ এলাকাতেই তা বিলি করা হচ্ছে। চলতি সপ্তাহে শনিবারের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তার পরেই কার্ডহীন উপভোক্তারা রেশন পাবেন।

পশ্চিম বর্ধমান জেলা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনি ও রবিবার থেকে কার্ডহীন উপভোক্তারা রেশন পেতে পারেন। খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মহকুমা খাদ্য নিয়ামক (আসানসোল) সৌমিত্র মাইতির আশ্বাস, সকলেই রেশন পাবেন।

এ দিকে, বারাবনির বেশির ভাগ রেশন দোকান থেকেই আটা মেলেনি বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক রেশন ডিলারদের দাবি, খাদ্য দফতর থেকে আটা না মেলার কারণেই এই পরিস্থিতি। খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর দাবি করেছে, বারাবনির কিছু দোকান বাদে মহকুমার সর্বত্রই রেশন দোকান থেকে আটা মিলেছে। বারাবনিতেও খুব দ্রুত আটা সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

তবে এ দিনও মহকুমার প্রায় কোথাও রেশন নিতে আসা উপভোক্তারা নির্দিষ্ট দূরত্ব রেখে দাঁড়াননি বলে অভিযোগ। অথচ, নিয়ম-রক্ষার জন্য প্রতিটি রেশন দোকানের সামনে সিভিক ভলান্টিয়ারেরা ছিলেন।

পাশাপাশি, শহরের বিভিন্ন ব্যাঙ্কে সকাল থেকেই ‘জনধন প্রকল্প’-এর টাকা তোলার জন্যও উপভোক্তাদের লম্বা লাইন দেখা গিয়েছে। সেখানেও সামাজিক দূরত্ব বজায় না রাখার প্রবণতা দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়ে পুলিশ। এরই মাঝে বারাবনিতে ‘গুজব’ ছড়ায় ‘জন ধন প্রকল্প’-এর টাকা বুধবারের মধ্যে তোলা না হলে টাকা ফেরত চলে যাবে। এই অবস্থায় দোমহানি-সহ আশপাশের কয়েকটি ব্যাঙ্কে হঠাৎ উপভোক্তাদের ভিড় বাড়তে শুরু করে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গুজবের বিষয়ে উপভোক্তাদের আশ্বস্ত করে পরিস্থিতি সামাল দেয়।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE