Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kanksa

পদ্মে ‘টিএমসি’, নালিশ কাঁকসায়

বিজেপির দাবি, ওই গ্রামের বাসিন্দা রথুরানি ঘোষ সক্রিয় দলীয় কর্মী। তাঁর বাড়ির দেওয়াল নিয়েই বিতর্ক।

অভিযোগ এখানেই। নিজস্ব চিত্র।

অভিযোগ এখানেই। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাঁকসা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০২:১৭
Share: Save:

দলের প্রতীক আঁকা দেওয়াল দখল করেছে তৃণমূল, এমনই অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার সকালে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের বিষ্টুপুর এলাকার ঘটনা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, ওই গ্রামের বাসিন্দা রথুরানি ঘোষ সক্রিয় দলীয় কর্মী। তাঁর বাড়ির দেওয়াল নিয়েই বিতর্ক। বিজেপি নেতা ভগীরথ ঘোষের অভিযোগ, ‘‘নির্দিষ্ট অনুমতি নিয়ে গত লোকসভা ভোটের সময় থেকেই ওই দেওয়াল আমরা ব্যবহার করি। কিন্তু সেই দেওয়ালে তৃণমূল পদ্মফুলের উপরেই ‘টিএমসি’ লিখেছে। বৃহস্পতিবার বিষয়টি জানতে পারি।’’

যদিও স্থানীয় তৃণমূল নেতা সূজয় পাতরের দাবি, ‘‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল এমন কাজ অনুমোদন করে না। নির্দিষ্ট অনুমতি নিয়েই কাজ করা হয়েছে।’’ তবে, ওই বাড়িটির তরফে রথুরানিদেবীর দাবি, ‘‘বিজেপি দেওয়াল লেখার জন্য অনুমতি নিয়েছিল। কিন্তু তৃণমূল তা নেয়নি।’’ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanksa TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE