Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পদে নতুন শম্পা, সভাধিপতি দেবু টুডুই

পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৯টি কর্মাধ্যক্ষের মধ্যে বছরখানেক ধরেই ফাঁকা রয়েছে জনস্বাস্থ্য, মৎস্য কর্মাধ্যক্ষের পদ।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০২:০১
Share: Save:

আজ, শুক্রবার বেলা দু’টোয় পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি হিসেবে শপথ নিতে চলেছেন অবিভক্ত বর্ধমানের সভাধিপতি দেবু টুডু। আনুষ্ঠানিক ভাবে বর্ধমান জেলা পরিষদও ভেঙেও যাচ্ছে এ দিনের পরে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ গঠন হবে। সরকারি নির্দেশও ছিল, আগামী ৩০ জুনের মধ্যে দুটি জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করার।

কোনও রকম বিতর্ক ছাড়াই দেবু টুডুকে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে বেছে নিয়েছে দল। মঙ্গলবার তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় তৃণমূলের সহ সভাপতি সুব্রত বক্সী পূর্ব বর্ধমানের জেলা নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে সহ-সভাপতি পদের জন্য বেশ কয়েকটা নাম উঠে আসে। ঠিক হয়েছে, খণ্ডঘোষ থেকে জিতে আসা রায়নার শম্পা ধারা-সহ সভাপতি হিসেবে শপথ নেবেন। এতদিন ওই জায়গায় ছিলেন পশ্চিম বর্ধমান থেকে জেতা প্রিয়া সূত্রধর।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৯টি কর্মাধ্যক্ষের মধ্যে বছরখানেক ধরেই ফাঁকা রয়েছে জনস্বাস্থ্য, মৎস্য কর্মাধ্যক্ষের পদ। জেলা ভাগের পরে আরও তিনটি পদ (পূর্ত, বিদ্যুৎ ও সেচ) ফাঁকা হয়ে যাবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই পদের জন্য দলের প্রাক্তন মহিলা সভানেত্রী গার্গী নাহা, মঙ্গলকোটের বিকাশ চৌধুরী, পূর্বস্থলীর বাগবুল ইসলাম, গলসির পরেশচন্দ্র পালের নাম উঠে এসেছে। দেবু টুডু জানিয়েছেন, প্রথম বৈঠকে সভাপতি ও সহ-সভানেত্রী নির্বাচিত হবেন। পরের বৈঠকে স্থায়ী কমিটি গঠন, তৃতীয় বৈঠকে কর্মাধ্যক্ষদের নাম জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE