Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চাই সম্পত্তি, বাবা-মাকে মারে অভিযুক্ত দুই ছেলে

শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধ নাদনঘাট থানায় অভিযোগ করেন, সে দিন বিকেলে দুই ছেলে ধারাল অস্ত্র নিয়ে আড়তে চড়াও হয়। তারা দাবি করে, যাবতীয় সম্পত্তি তাদের দিতে হবে। তা না মানায় বেধড়ক মারধর করা হয়।

আহত বৃদ্ধ দম্পতি। নিজস্ব চিত্র

আহত বৃদ্ধ দম্পতি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০২:১০
Share: Save:

সম্পত্তির লোভে মারধর করে বৃদ্ধ মা-বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকার ওই বৃদ্ধ দম্পতি পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানায় ব্লক প্রশাসন।

সমুদ্রগড় কৃষি বাজারের আনাজ ব্যবসায়ী বছর সত্তরের রেজ্জাক শেখ অভিযোগ করেন, মাস চারেক ধরে দুই ছেলে কৌশিক শেখ ও তৈহিদ শেখের হাতে তিনি নিজে, স্ত্রী আইবা বিবি ও মেয়ে মমতাজ বিবি অত্যাচারিত হচ্ছেন। তাঁর নামে থাকা বাড়ি, স্ত্রীর নামে থাকা আড়াই কাঠা জমি ও রেলের যায়গায় থাকা একটি আনাজের আড়ত ছেলেরা তাদের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। তা না করায় মাস চারেক আগে বাড়ি থেকে তাঁদের উৎখাত করে দেয় ছেলেরা। তাঁরা আড়তে আশ্রয় নেন। বৃদ্ধের দাবি, শীতে কষ্ট পেলেও দুই ছেলের অত্যাচারের ভয়ে তাঁদের বাড়ি যাওয়ার উপায় ছিল না।

শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধ নাদনঘাট থানায় অভিযোগ করেন, সে দিন বিকেলে দুই ছেলে ধারাল অস্ত্র নিয়ে আড়তে চড়াও হয়। তারা দাবি করে, যাবতীয় সম্পত্তি তাদের দিতে হবে। তা না মানায় বেধড়ক মারধর করা হয়। পায়ে ও কানে গুরুতর আঘাত পান আইবা। বৃদ্ধের অভিযোগ, দুই ছেলে কেরোসিন ঢেলে আনাজের আড়তে আগুনও ধরিয়ে দেয়। লুঠ করে বাক্সে থাকা বেশ কয়েক হাজার টাকা। সে দিনই আহত বৃদ্ধাকে ভর্তি করানো হয় কালনা মহকুমা হাসপাতালে।

শনিবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পান আইবা। তাঁর অভিযোগ, ‘‘দীর্ঘ দিন ধরে ছেলেরা নির্মম অত্যাচার চালাচ্ছে। শুধু পায়ে কোপ নয়, কানের দুল টেনে ছিঁড়ে নিয়েছে। গ্রামে আমার পৈর্তৃক কিছু জমি রয়েছে। ছেলেরা সেখান থেকে মাটি কেটে নিচ্ছে।’’ তাঁর স্বামীর বক্তব্য, ‘‘দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনকে জানাচ্ছি। কিন্তু ছেলেদের অত্যাচার থেকে রেহাই মেলেনি।’’

যদিও নিজেদের নির্দোষ বলে দাবি করেছে বৃদ্ধ দম্পতির দুই ছেলে। তৈহিদের বক্তব্য, ‘‘বাবা-মা আমাদের কোনও সম্পত্তি না দিয়ে বোনেদের দিতে চাইছে। এমনকী, আমাদের মারধরের জন্য শুক্রবার বাবা কিছু লোকজন নিয়ে আসে। আমরা রুখে দাঁড়ালে একটু গণ্ডগোল হয়।’’

পূর্বস্থলী ১ বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বৃদ্ধের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ নাদনঘাট থানা জানায়, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE