Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুরনো শত্রুতার জেরে বাড়িতে আগুন কাটোয়ায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ কাজ সেরে বান্দরা রেলগেট লাগোয়া এলাকায় বাড়ি ফিরেছিলেন পরিচারিকা বছর বাহান্নর রানু ঘোষ। ফিরে আবার গরুকে খেতে দিতে গিয়েছিলেন তিনি।

নষ্ট সব জিনিসপত্র। নিজস্ব চিত্র

নষ্ট সব জিনিসপত্র। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ০৭:১০
Share: Save:

বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাটোয়ার বান্দরা রেলগেট এলাকায়। দমকল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘরের সমস্ত আসবাব, জরুরি নথিপত্র পুড়ে গিয়েছে। তবে ক্ষতি হয়নি বাড়ির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, পুরনো শক্রতার জেরেই আগুন লাগানো হয়েছে। যদিও কোনও অভিযোগ দায়ের হয়নি সন্ধ্যা পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ কাজ সেরে বান্দরা রেলগেট লাগোয়া এলাকায় বাড়ি ফিরেছিলেন পরিচারিকা বছর বাহান্নর রানু ঘোষ। ফিরে আবার গরুকে খেতে দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে দেখেন একতলা টালির চালের বাড়ি জ্বলছে। রানুদেবী কোনও রকমে বেরিয়ে এসে প্রতিবেশি ও আত্মীয়দের খবর দেন। তাঁরাই দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রানুদেবীর অভিযোগ, এক পড়শিই পুরনো শত্রুতার জেরে আগুন লাগিয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাইয়ের শেষে পড়শি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে রানুদেবীর বছর তিনেকের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। পকসো ধারায় মামলাটি শুরুও হয়েছে। এরপর থেকেই ওই পড়শি তাঁদের হুমকি দিত, ভয় দেখাত বলে অভিযোগ। রানুদেবীর জামাই, মুস্থূলির বাসিন্দা বাপ্পা হাজা এ দিন বলেন, ‘‘বারবার ওই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি, মানসিক চাপ দিয়ে মীমাংসা করবে বলে আমাদের কাছ থেকে অভিযুক্ত কয়েক হাজার টাকাও নিয়েছিল। তারপরও চলত লাগাতার হুমকি।’’ রানুদেবীর কথায়, ‘‘প্রাণে মারতে ও মামলার সমস্ত নথি নষ্ট করে দিতেই ওরা এমন করল।’’ যদিও এ দিন বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুরনো মামলার সঙ্গে এ দিনের অগ্নিকাণ্ডের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire House Antagonism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE