Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অবশেষে নিজস্ব সঙ্গীত বিভাগ বিশ্ববিদ্যালয়ে

দু’বছরের টানাপড়েনের শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সঙ্গীত বিভাগ চালু হতে চলেছে। বর্ধমান শহর সংলগ্ন গোদা এলাকার পদ্মজা নাইডু কলেজে এ বছরের জুলাই থেকে সঙ্গীত বিষয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম চালু করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০১:৫৯
Share: Save:

দু’বছরের টানাপড়েনের শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সঙ্গীত বিভাগ চালু হতে চলেছে। বর্ধমান শহর সংলগ্ন গোদা এলাকার পদ্মজা নাইডু কলেজে এ বছরের জুলাই থেকে সঙ্গীত বিষয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম চালু করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ ও বিশ্বদ্যালয়ের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ইতিমধ্যেই মিটিয়ে ফেলা হয়েছে। খুব শীঘ্রই অধ্যাপক নিয়োগের জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হবে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, স্নাতকোত্তর স্তরের নতুন পাঠ্যক্রমটির নামকরণ করা হয়েছে ‘ডিপার্টমেন্ট অফ পারফরমিং আর্ট অ্যান্ড মিউজিক’।

বিশ্ববিদ্যালয়ের অন্তগর্ত ১৩টি কলেজে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করা যায়। একমাত্র পদ্মজা নাইডু কলেজেই রবীন্দ্র ও শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করার সুযোগ রয়েছে। তবে স্নাতক পাশ করেই বর্ধমানের পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। কিন্তু ওই ২ বিশ্ববিদ্যালয়েই প্রথমে নিজেদের পড়ুয়াদের ভর্তি করা হয়। তারপর অবশিষ্ট আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভর্তির সুযোগ পেতেন। এর জেরে বর্ধমানের অনেকেই উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতেন। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই পদ্মজা নাইডু কলেজে স্নাতকোত্তর বিভাগ চালু করার দাবি জানিয়ে আসছিলেন পড়ুয়ারা। এমনকী পাঠ্যক্রম চালুর দাবিতে একাধিকবার কলেজে অধ্যক্ষ ঘেরাও, বিশ্ববিদ্যালয়ে ধর্ণা দেওয়ার মতো ঘটনাও হয়েছে।

রাজ্য উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা বেশ কয়েকবার কলেজ পরিদর্শনেও আসেন। ২০১৩ সালের জুলাই মাসে কলেজ কর্তৃপক্ষ স্নাতকোত্তর বিভাগ চালু করার জন্য প্রস্তাব পাঠান বিশ্ববিদ্যালয়ে। ২০১৪-তে শিক্ষা প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় কলেজের তৎকালীন অধ্যক্ষ আদুল হাসান ও পরিচালন সমিতির সভাপতি সুবোধ বিশ্বাসকে স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম চালুর ব্যাপারে আশ্বাস দেন। এর কিছুদিন পরেই বর্ধমানের বিসি রোডের বনবাস কুটির এলাকা থেকে পদ্মজা নাইডু কলেজকে গোদা এলাকার কাজিরহাটে স্থানান্তর করা হয়। কিন্তু তারপরেও বিভিন্ন প্রশাসনিক জটিলতায় থমকে যায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালুর কাজ।

শেষ পর্যন্ত ২০১৪-র ২৯ এপ্রিল মিউজিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কলেজর পরিচালন সমিতির অস্থায়ী সভাপতি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবল বিশ্বাস ও অন্যান্যদের নিয়ে কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা ও সহ-পরিদর্শক সুজিত চৌধুরী একটি বৈঠক করেন। ওই বৈঠকেই আগামী শিক্ষাবর্য থেকে স্নাতকোত্তর স্তরে পাঠ্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দেবকুমারবাবু জানান, উচ্চশিক্ষা দফতর থেকে পাঠ্যক্রম চালুর বিষয়ে ছাড়পত্রও মিলেছে। উপাচার্য স্মৃতিকুমার সরকারের উপস্থিতিতে কর্ম সমিতির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

নতুন পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ১৪ এপ্রিল পর্যন্ত কলেজের পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করানো হয়। ১৬ এপ্রিল গঠন করা হয় নতুন অস্থায়ী পরিচালন সমিতি। সমিতির অস্থায়ী সভাপতি সুবল বিশ্বাস বলেন, ‘‘পাঠ্যক্রম চালু করতে প্রয়োজনীয় নির্দেশিকা ও বিধি ইতিমধ্যেই আমরা তৈরি করে ফেলেছি।’’ নতুন পাঠক্রম শুরুর সঙ্গে সঙ্গে মিউজিক কলেজের সমস্ত কর্মীই এবার থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মী হয়ে গেলেন বলে জানানো হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত জেলার পড়ুয়ারাও। বর্ধমানের টাউন হলের বাসিন্দা রাখী বিশ্বাস বলেন, ‘‘ইচ্ছে থাকলেও সঙ্গীত নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাইনি। বিশ্ববিদ্যালয়েই এ বার থেকে সেই সুযোগ মেলায় উপকৃত হবেন জেলার পড়ুয়ারা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE