Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হাসপাতালে বসে পরীক্ষা চার জনের

এ দিন কাটোয়ায় পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী।

কাটোয়া হাসপাতালে পরীক্ষায় তিন ছাত্রী। শনিবার। নিজস্ব চিত্র

কাটোয়া হাসপাতালে পরীক্ষায় তিন ছাত্রী। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান ও কাটোয়া শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০০
Share: Save:

হাসপাতালে বসে পরীক্ষা দিল চার মাধ্যমিক পরীক্ষার্থী। কাটোয়া হাসপাতালে তিন জন এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জন পরীক্ষা দেয় শনিবার।

খণ্ডঘোষের কামালপুরের বাসিন্দা, মাছখান্দা হাইস্কুলের ছাত্রী নুরবাহার খাতুন এ বার পরীক্ষা দিচ্ছে বর্ধমানের তেজগঞ্জ হাইস্কুলে। শুক্রবার ইতিহাস পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্টে ভুগতে থাকায়া তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরে আর সে পরীক্ষা দিতে পারেনি। শনিবার ছিল ভূগোল পরীক্ষা। ওই ছাত্রীর আবেদন মেনে এ দিন হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। মুখে মাস্ক পরে, স্যালাইনের নল নিয়েই এ দিন পরীক্ষা দেয় সে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে ওই ছাত্রী সর্দিকাশিতে ভুগছিল। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। শনিবারও তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। অনেকটা মনের জোরেই সে পরীক্ষা দিয়েছে।

এ দিন কাটোয়ায় পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী। চন্দ্রকোটার বাসিন্দা, শ্রীখণ্ড বালিকা বিদ্যালয়ের ছাত্রী কুলসোনা খাতুনের পরীক্ষাকেন্দ্র কাটোয়ার ডিডিসি গার্লস স্কুল। বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেওয়ায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ভূগোল পরীক্ষা দেয় সে। একই উপসর্গ নিয়ে এ দিন হাসপাতালে পরীক্ষা দেয় মেঝিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুতপা দত্ত। চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলে তার কেন্দ্র ছিল। শুক্রবার কাটোয়াপাড়ার বাসিন্দা মঞ্জুলা খাতুন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ইতিহাসের পরে এ দিন ভূগোল পরীক্ষাও সে দিয়েছে হাসপাতালে বসেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE