Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূলের অন্তর্কলহে বিজেপি সদস্যকে নিয়ে বোর্ড জামালপুরে

শনিবার জামালপুরে পাঁচটি পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। সে জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বেশ কিছু জায়গায় দোকানপাটও বন্ধ ছিল।

বিজেপি-র সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান নির্বাচন জামালপুরে।

বিজেপি-র সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান নির্বাচন জামালপুরে।

নিজস্ব সংবাদদাতা
জামালপুর শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৭
Share: Save:

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে জামালপুরে আবার তৃণমূলের দ্বন্দ্ব সামনে এল। এক পঞ্চায়েতে দলের সিদ্ধান্তে সায় না দিয়ে বিজেপি-র সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান নির্বাচন করলেন জামালপুর ২ পঞ্চায়তের কিছু সদস্য। জামালপুর ১ পঞ্চায়েতে আবার বোর্ড গঠনে গরহাজির থাকলেন ছয় সদস্য।

শনিবার জামালপুরে পাঁচটি পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। সে জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বেশ কিছু জায়গায় দোকানপাটও বন্ধ ছিল। এলাকার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিকের সঙ্গে স্থানীয় যুব নেতা মেহেমুদ মল্লিকের গোষ্ঠীর বিবাদ মাঝে-মধ্যেই সামনে এসেছে। পঞ্চায়েত ভোটে জামালপুর ব্লকে পর্যবেক্ষক করা হয় উজ্জ্বলবাবুকে। দলের নির্দেশ মেনে প্রার্থী বাছাইয়েও কোনও গোলমাল হয়নি। কিন্তু গোল বাধে প্রধান নির্বাচনে। দলীয় স্তরে সিদ্ধান্ত হয়, ব্লকে ১৩টি পঞ্চায়েতের মধ্যে ছ’টির দায়িত্বে থাকবেন মেহেমুদ, চারটিতে ব্লক সভাপতি অরবিন্দ মণ্ডল ও তিনটিতে কার্যকরী সভাপতি প্রদীপ পাল।

তৃণমূল সূত্রের খবর, দলের নির্দেশ অনুযায়ী, জামালপুর ২ পঞ্চায়েতে প্রদীপবাবুর অনুগামী হিসেবে পরিচিত লক্ষ্মীনারায়ণ হেমব্রমকে প্রধান ও প্রণব ঘোষকে উপপ্রধান নির্বাচিত করার কথা ছিল। কিন্তু শনিবার বোর্ড গঠনের সময় তা অমান্য করে ভোটাভুটির দাবি তোলেন সদস্য অমলেন্দু দাস। ভোটাভুটিতে দু’পক্ষ ছ’টি করে ভোট পান। বিজেপি সদস্য রূপশ্রী ঘোষ অমলেন্দুবাবুদের প্রস্তাবকে সমর্থন করেন। টসে মণিকা মুর্মু প্রধান ও উদয় দাস উপপ্রধান হন।

জামালপুর ১ পঞ্চায়েতে আবার ১৪ জন সদস্যের মধ্যে ছ’জন প্রধান নির্বাচনে যোগ দেননি। তাঁরা যুব নেতা মেহেমুদ খানের বিরোধী গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য অলোক ঘোষের অভিযোগ, ‘‘দলে আমাদের কোনও মর্যাদা নেই। তাই বোর্ড গঠনে যাইনি। শপথও নিইনি।’’

জামালপুরে তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদীপ পাল অভিযোগ করেন, মেহেমুদ খানের অনুগামীরা দলের নির্দেশ মানেননি। সে জন্য বিজেপি সদস্যকে নিয়ে দলের প্রার্থীকে হারানো হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। মেহেমুদের বক্তব্য, ‘‘দলের নির্দেশ কেউ অমান্য করলে শীর্ষ নেতৃত্ব নিশ্চয় ব্যবস্থা নেবেন।’’ ওই বিজেপি প্রার্থীর দাবি, দামোদরের পূর্ব পাড় থেকে জামালপুর ২ পঞ্চায়েতে কেউ প্রধান হননি। সেই প্রস্তাব আসায় সাড়া দিয়েছেন তিনি।

জেলা তৃণমূল সভাপতি স্বপনবাবু জানান, ঠিক কী ঘটেছে খোঁজ নিয়ে দলকে রিপোর্ট দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Panchayat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE