Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মাদক খাইয়ে সর্বস্ব লুঠ ট্রেনে

রেল পুলিশের নেতৃত্বে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে প্রচার চলার সময়েই এক অচেতন যাত্রীকে উদ্ধার করা হল আসানসোল রেল স্টেশনে। বৃহস্পতিবার টাটাগামী দানাপুর এক্সপ্রেস ট্রেন থেকে বছর পঁয়ত্রিশের ওই যাত্রীকে উদ্ধার করা হয়। ওই যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে রেল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০২:৩৪
Share: Save:

রেল পুলিশের নেতৃত্বে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে প্রচার চলার সময়েই এক অচেতন যাত্রীকে উদ্ধার করা হল আসানসোল রেল স্টেশনে। বৃহস্পতিবার টাটাগামী দানাপুর এক্সপ্রেস ট্রেন থেকে বছর পঁয়ত্রিশের ওই যাত্রীকে উদ্ধার করা হয়। ওই যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে রেল পুলিশ।

চলন্ত ট্রেনে যাত্রীদের মাদক মেশানো খাবার বা পানীয় খাইয়ে সর্বস্ব লুঠ করে নেওয়ার মতো ঘটনা বারবার ঘটছে। এ ধরণের ঘটনা রুখতেই এ দিন দুপুর ১২টা নাগাদ রেল পুলিশের আসানসোল ডিভিশন সচেতনতা প্রচার চালানোর পরিকল্পনা নেয়। এ দিন দুপুর ১২টা নাগাদ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে টাটা-দানাপুর এক্সপ্রেস এসে দাঁড়ালে আসানসোল ডিভিশনের ইন্সপেক্টর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে সচেতনতা প্রচার চালাতে থাকেন। ওই প্রচার অভিযান চলার মাঝেই খবর আসে ওই ট্রেনেরই একটি অসংরক্ষিত কামরায় এক যাত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। রেল পুলিশ ওই মাদকাসক্ত যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করায়।

এই ধরনের ঘটনার পরে সচেতনতা প্রচার আরও জোরদার করা হবে বলে জানান তারাশঙ্করবাবু। ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওই দলের সদস্যরা ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়ম করে অভিযান চালাবেন। নাটক, গান, কবিতা ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হবে। বাড়ানো হবে নজরদারিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE