Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কেতুগ্রামে প্রধানের পদে খুনে অভিযুক্ত

বছর দেড়েক আগে বাদশাহি রোডের উপর গুলিতে খুন হন জাহির শেখ। অভিযোগ উঠেছিল কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির শেখ, তাঁর ভাই আব্দুল সালাম ওরফে ফিরোজ, পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল শেখ, তৃণমূল নেতা সাউদ মিঞা, হারা শেখ থেকে এলাকার কুখ্যাত দুষ্কৃতী তুফান শেখ, লোটাস শেখদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৩
Share: Save:

প্রধান নির্বাচিত হলেন দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতিকে খুনে অভিযুক্ত। বৃহস্পতিবার কেতুগ্রামের দু’টি ব্লক ও মঙ্গলকোটের আটটি পঞ্চায়েতে বোর্ড গঠন হয়। কেতুগ্রাম ১ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হন জাহির শেখ খুনে অন্যতম অভিযুক্ত মহম্মদ সহিদু্ল্লাহ ওরফে উজ্জ্বল। আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি।

বছর দেড়েক আগে বাদশাহি রোডের উপর গুলিতে খুন হন জাহির শেখ। অভিযোগ উঠেছিল কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির শেখ, তাঁর ভাই আব্দুল সালাম ওরফে ফিরোজ, পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল শেখ, তৃণমূল নেতা সাউদ মিঞা, হারা শেখ থেকে এলাকার কুখ্যাত দুষ্কৃতী তুফান শেখ, লোটাস শেখদের বিরুদ্ধে। বেশ কয়েকজন গ্রেফতার হলেও মূল অভিযুক্তেরা ধরা পড়েনি। সম্প্রতি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এ দিন তৃণমূলের উপরমহলের সম্মতিতে খুনে অভিযুক্তের প্রধান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের কটাক্ষ, ‘‘টাকা থাকলে আর খুন করতে পারলেই তৃণমূলে সম্মান পাওয়া যায়।’’ যদিও দলের বিধায়ক ও পর্যবেক্ষক সর্বসম্মতিক্রমে উজ্জ্বলকে প্রধান করেছেন বলে দাবি করেছেন তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লক সভাপতি তরুণ মুখোপাধ্যায়। তৃণমূলের একাংশের দাবি, বিধায়ক শেখ সাহানেওয়াজ প্রথমে রাজি না থাকলেও পরে অনুব্রত মণ্ডলের কথায় উজ্জ্বলকে প্রধান হিসেবে মেনে নেন।

প্রশাসন সূত্রে জানা যায়, এ দিন মঙ্গলকোটের পালিগ্রাম, চাণক, গোতিষ্ঠা, লাখুরিয়া, মঙ্গলকোট, ঝিলু ১, ঝিলু ২, শিমুলিয়া ২ পঞ্চায়েতে নির্বিঘ্নে বোর্ড গঠন হয়েছে। তবে সংরক্ষণের জেরে বেশির ভাগ আসনই দখল করেছেন মহিলা ও তফসিলি প্রার্থীরা। কেতুগ্রাম ১ ব্লকের ৮টি ও কেতুগ্রাম ২ব্ল কের ৭টি পঞ্চায়েতের নতুন বোর্ডেও মহিলা প্রধান, উপপ্রধানের সংখ্যাই বেশি। তৃণমূলের দাবি, কোথাও অশান্তি হয়নি। মহকুমাশাসক সৌমেন পাল জানান, শুক্রবার কাটোয়া ১ ব্লক ও মঙ্গলকোটের বাকি ৭টা পঞ্চায়েত এবং শনিবারে কাটোয়া ২ ব্লকে বোর্ড গঠন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE