Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফি বেশি নেওয়ার নালিশে গেট বন্ধ

‘ফি’ কমানোর দাবিতে সোমবার দুর্গাপুরের উইমেন্স কলেজে বিক্ষোভ দেখালেন বেশ কিছু ছাত্রী। সোমবার এই বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে বাধা পান অধ্যক্ষ মধুমিতা জাজোদিয়া। তিনি জানান, ইদানীং নতুন করে ফি বৃদ্ধির কোনও ঘটনা ঘটেনি। ছাত্রীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

 দুর্গাপুরে উইমেন্স কলেজে গেট আটকে ছাত্রীরা। সোমবার। নিজস্ব চিত্র

দুর্গাপুরে উইমেন্স কলেজে গেট আটকে ছাত্রীরা। সোমবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৭
Share: Save:

‘ফি’ কমানোর দাবিতে সোমবার দুর্গাপুরের উইমেন্স কলেজে বিক্ষোভ দেখালেন বেশ কিছু ছাত্রী। সোমবার এই বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে বাধা পান অধ্যক্ষ মধুমিতা জাজোদিয়া। তিনি জানান, ইদানীং নতুন করে ফি বৃদ্ধির কোনও ঘটনা ঘটেনি। ছাত্রীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

এ দিন কলেজ খোলার কিছুক্ষণ পরেই প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌলমী সরকারের অভিযোগ, ‘‘দ্বিগুণেরও বেশি ফি বাড়ানো হয়েছে। সবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা চাই, ফি কিছুটা কমানো হোক।’’ ছাত্রীদের দাবি, এক ধাক্কায় ফি এত বেড়ে যাওয়ায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রীরা বিশেষ করে বিপাকে পড়েছেন।

অনেক অযৌক্তিক কারণেও ফি নেওয়া হয় বলে অভিযোগ ছাত্রীদের। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কিরণকুমারী মেহতা, রিঙ্কু পাসোয়ানদের কথায়, ‘‘ডায়েরি, ম্যাগাজিন, স্পোর্টস— এ সবের জন্য ফি নেওয়া হয়। অথচ, কলেজে এ সব কিছুই পাই না। ভূগোলের ল্যাবরেটরি নেই। অথচ, ল্যাবরেটরি ফি নেওয়া হয় পড়ুয়াদের কাছে।’’ তাঁদের দাবি, এ সব বন্ধ করতে হবে। সার্বিক ফি-ও কমাতে হবে।’’ প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ চলে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রীরা।

অধ্যক্ষা যখন কলেজে আসেন, তখন বিক্ষোভ শুরু হয়নি। পরে তিনি কলেজ সংক্রান্ত কাজে সিটি সেন্টারে এডিডিএ কার্যালয়ে যান। সেখান থেকে ফেরার সময়ে ছাত্রীদের বিক্ষোভে কলেজের গেটে তাঁর গাড়ি আটকে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি ফিরে যান। অধ্যক্ষা বলেন, ‘‘নতুন করে ইদানীং কোনও ফি বাড়ানো হয়নি। তাই হঠাৎ এই আন্দোলনের কারণ বুঝতে পারছি না!’’ তাঁর মতে, কোনও কিছু নিয়ে অভিযোগ থাকলে আগে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা উচিত ছাত্রীদের। তাঁর পাল্টা অভিযোগ, কিছু দিন আগে ছাত্রীদের কাছে কয়েকজন টাকা তুলছিল। কলেজের তরফে নিষেধ করা হয়। অধ্যক্ষা বলেন, ‘‘তারা ছাত্রীদের প্ররোচিত করে থাকতে পারে। ছাত্রীদের আলোচনায় বসার আহ্বান জানালেও তারা রাজি হয়নি। তাই কলেজ থেকে ফিরে আসতে বাধ্য হই।’’ বিক্ষোভের জেরে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও এ দিন ঢুকতে বাধা পান বলে কলেজ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest College Fees Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE