Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টোল আদায়ে বাধার অভিযোগ, অভিযুক্ত শ্রমিক-নেতা

দরপত্রে টোল আদায়ের বরাত পেয়েও তা আদায় করতে না পারার অভিযোগ তুলল দুর্গাপুরের একটি সংস্থা। অভিযোগের তির এক আইএনটিটিইউসি নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৮
Share: Save:

দরপত্রে টোল আদায়ের বরাত পেয়েও তা আদায় করতে না পারার অভিযোগ তুলল দুর্গাপুরের একটি সংস্থা। অভিযোগের তির এক আইএনটিটিইউসি নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, পুলিশ রাজনীতির রং না দেখে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউ দিয়ে শিল্পতালুকের বহু গাড়ি চলাচল করে। ওই রাস্তা থেকে টোল আদায় করে পুরসভা। গত বছর এক সংস্থা ২৫ লক্ষ টাকা দিয়ে টোল আদায়ের দায়িত্ব পায়। এ বার নতুন টেন্ডারে দুর্গাপুরের অন্য এক সংস্থা প্রায় ৯৯ লক্ষ টাকা দিয়ে টোল আদায়ের দায়িত্ব পায়। ১ ফেব্রুয়ারি থেকে তাদের টোল আদায়ের কথা। কিন্তু ওই দিন পুরসভার এক আধিকারিক টোল আদায়ের দায়িত্ব হস্তান্তরের সময়ে পুরনো সংস্থার লোকজনের বাধার মুখে পড়েন বলে অভিযোগ। নতুন সংস্থা বৃহস্পতিবার পুরসভার কাছে লিখিত অভিযোগে জানায়, বিজয় শ্রীবাস্তব, বিজয় সাই ও কল্যাণ দাসের নেতৃত্বে বেশ কয়েক জন টোল বুথের দখল নিতে বাধা দেয়।

বৈধ ভাবে টোল আদায়ের বরাত পেয়েও কাজ না শুরু করতে পেরে ক্ষুব্ধ দায়িত্বপ্রাপ্ত সংস্থার অন্যতম কর্ণধার ওমপ্রকাশ যাদব। তিনি বলেন, ‘‘এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি। অবিলম্বে এর সুরাহা না হলে বিপাকে পড়ে যাব। আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’’ বিজয়বাবু এলাকায় আইএনটিটিইউসি নেতা হিসাবে পরিচিত। তাঁর মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। তবে পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় জানান, টেন্ডারে সর্বোচ্চ দর দিয়ে ওই সংস্থা টোল আদায়ের দায়িত্ব পেয়েছে। পুরনো সংস্থার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘পুরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। রাজনীতির রং না দেখে পুলিশ ব্যবস্থা নিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Labour Union Leader Toll Collection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE