Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ভোট ঘোষণার পরেও চেক বিলির অভিযোগ

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি প্রকল্পের চেক বিলি করা হচ্ছে বলে অভিযোগ করল বিজেপি। মঙ্গলবার আউশগ্রাম ১ বিডিও-র কাছে বিজেপি-র গুসকরা নগর কমিটির তরফে এ নিয়ে অভিযোগ করা হয়

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৫৭
Share: Save:

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি প্রকল্পের চেক বিলি করা হচ্ছে বলে অভিযোগ করল বিজেপি। মঙ্গলবার আউশগ্রাম ১ বিডিও-র কাছে বিজেপি-র গুসকরা নগর কমিটির তরফে এ নিয়ে অভিযোগ করা হয়। ব্লক প্রশাসনের দাবি, অভিযোগ পাওয়ার পরে এ ধরনের সমস্ত শিবির বাতিল করা হয়েছে।

বিজেপির নগর কমিটির সভাপতি মনোরঞ্জন মণ্ডলের অভিযোগ, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে মঙ্গলবার আউশগ্রাম ১ ব্লক কৃষি দফতর থেকে কিসান মান্ডিতে শিবির করে চাষিদের কৃষকবন্ধু প্রকল্পে চেক বিলি করা হয়।

দিগনগর ১, ২ এবং বেরেন্ডা পঞ্চায়েত এলাকার প্রায় আটশো চাষিকে এই চেক দেওয়া হয় বলেও তাঁদের দাবি। যদিও ব্লকের সহ কৃষি অধিকর্তা দেবতনু মাইতির দাবি, যে সমস্ত কৃষকদের চেক দেওয়া হয়েছে, সপ্তাহ দুয়েক আগেই তাঁদের নাম রেজিষ্ট্রেশন করা হয়েছে এবং চেকও লেখা হয়ে গিয়েছিল। এখন চেক না দিলে তিন মাসের মধ্যে চেকের বৈধতা নষ্ট হয়ে যেত বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তবে বুধবার থেকে ওই প্রকল্পে নাম নতুন নাম নথিভুক্ত করার জন্য যে শিবির করার কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে ব্লক প্রশাসনের দাবি। আউশগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু জানান, এ ধরনের কর্মসূচি আপাতত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিককে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Politics Bribery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE