Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আইনুলের বিজেপিতে যোগের বিরোধিতা পোস্টারে

সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরে আড়াই বছর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন বর্ধমানের প্রাক্তন পুরপ্রধান আইনুল হক। শনিবার কলকাতায় এক সভায় বিজেপিতে যোগ দেন তিনি।

দেখা গিয়েছে এই ধরনের পোস্টার। রবিবার বর্ধমানে। নিজস্ব চিত্র

দেখা গিয়েছে এই ধরনের পোস্টার। রবিবার বর্ধমানে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০২:০৪
Share: Save:

সাদা কাগজের উপরে বড় অক্ষরে লেখা, ‘আইনুল হকের বিজেপিতে ঠাঁই নেই’। এ রকম বেশ কয়েকটি হাতে লেখা পোস্টার রবিবার সকালে দেখা যায় বর্ধমানের কার্জন গেট চত্বরে। পথচলতি মানুষজন মোবাইলের ক্যামেরায় পোস্টারের ছবি তুলতেও শুরু করেন।

সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরে আড়াই বছর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন বর্ধমানের প্রাক্তন পুরপ্রধান আইনুল হক। শনিবার কলকাতায় এক সভায় বিজেপিতে যোগ দেন তিনি। রবিবার সকালে বর্ধমান শহরে এসেই বিজেপির নানা কর্মসূচিতে যান। দুপুরে উৎসব ময়দানে দলের মহিলা কর্মীদের একটি সভায় তাঁকে দেখা যায়।

কার্জন গেট চত্বরে বিভিন্ন পোস্টারে আইনুলের বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত না মানার দাবি জানানো হয়েছে। বেশিরভাগ পোস্টারের নীচে কিছু লেখা ছিল না। শুধু একটিতে লেখা ছিল ‘আরএসএস ও পুরনো বিজেপি কর্মীবৃন্দ’। যদিও এই সব পোস্টার নিয়ে বিচলিত নন আইনুল। তিনি বলেন, ‘‘কারা পোস্টার দিয়েছে, কী জন্য দিয়েছে, সবই আমি জানি। এই সব পোস্টার বিজেপির কেউ সাঁটায়নি।’’ বিজেপির বর্ধমান সদরের সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দী বলেন, “কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমরা মানতে বাধ্য। আমরা বিষয়টির উপর নজর রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ainul Haque Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE