Advertisement
২৩ এপ্রিল ২০২৪

খনিতে ঢুকে কর্তাকে মার, নালিশ ভানোড়ায়

কর্মরত অবস্থায় এক বেসরকারি খনির আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে আসানসোলের ভানোড়ায়। শ্রমিক-কর্মীরা ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

কর্মরত অবস্থায় এক বেসরকারি খনির আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে আসানসোলের ভানোড়ায়। শ্রমিক-কর্মীরা ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে।

ইসিএলর ভানোড়া খনি সম্প্রসারণ প্রকল্প এলাকায় নিযুক্ত ওই বেসরকারি খনি সংস্থার প্রজেক্ট ম্যানেজার সত্যেন্দ্রনাথ সিংহ পুলিশের কাছে অভিযোগ করেন, বুধবার সকালে তিনি খনির কাজ দেখাশোনা করছিলেন। হঠাৎই জনা কয়েক অপরিচিত ব্যক্তি খনি এলাকায় ঢুকে তাঁর উপরে চড়াও হয়। তাঁকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এই দৃশ্য দেখে কর্মরত শ্রমিকেরা ছুটে আসেন ও তাঁকে উদ্ধার করেন। শ্রমিকদের কাছে বাধা পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শ্রমিকেরাই ওই আধিকারিককে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। পরে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

ইসিএলের এই খনি সম্প্রসারণের কাজ শুরু হওয়ার অনেক আগে থেকেই স্থানীয় পড়িরা ও মাজিয়ারা গ্রামের এক দল বাসিন্দা চাকরির দাবি তুলে ক্ষোভ-বিক্ষোভ শুরু করেন। ফলে, বেশ কিছু দিন খনির কাজ শুরুই করতে পারেনি ওই বেসরকারি সংস্থাটি। পরে অবশ্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ থামিয়ে কাজ শুরু করা হয়। কিন্তু বুধবার আধিকারিকের উপরে হামলা কেন হল, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না বলে খনির আধিকারিকেরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

allegations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE