Advertisement
২৩ এপ্রিল ২০২৪
দায়িত্বে নতুন সিএমডি

উৎপাদন চালু রাখার পরামর্শ

ইসিএলের সিএমডি পদের দায়িত্বভার নিয়ে বিভিন্ন খনি পরিদর্শন করলেন রাজীবরঞ্জন মিশ্র। উদ্বোধন করলেন বেশ কিছু প্রকল্পেরও। এর আগে সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন নতুন সিএমডি।

ঝাঁঝরা খনিতে সিএমডি রাজীবরঞ্জন মিশ্র। নিজস্ব চিত্র।

ঝাঁঝরা খনিতে সিএমডি রাজীবরঞ্জন মিশ্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০০:১৭
Share: Save:

ইসিএলের সিএমডি পদের দায়িত্বভার নিয়ে বিভিন্ন খনি পরিদর্শন করলেন রাজীবরঞ্জন মিশ্র। উদ্বোধন করলেন বেশ কিছু প্রকল্পেরও। এর আগে সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন নতুন সিএমডি।

ডব্লুসিএলের সর্বক্ষণের সিএমডি রাজীববাবুকে ইসিএলের অতিরিক্ত দায়িত্বে বসিয়েছে কয়লা মন্ত্রক। সোমবার সংস্থার সদর দফতরে আসেন তিনি। সে দিনই বৈঠক করেছিলেন। এ দিন সকালে তিনি প্রথমে শোনপুর বাজারি খোলামুখ খনিতে যান। ঝাড়খণ্ডের রাজমহলের পরে সংস্থার দ্বিতীয় বৃহত্তম খনি এটি। তা দেখার পরে উপস্থিত কর্মী ও আধিকারিকদের সঙ্গে খনিতে কাজের পরিবেশ নিয়ে আলোচনা করেন। যে কোনও পরিস্থিতিতে খনির উৎপাদন প্রক্রিয়া চালু রাখার পরামর্শ দেন।

এর পরে স্থানীয় ভালুকা গ্রামে গিয়ে পুনর্বাসন প্রকল্পের কাজ দেখাশোনা করেন সিএমডি। এ দিন ওই প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু রাজীববাবু নিজে তা না করে স্থানীয় এক বৃদ্ধাকে দিয়ে উদ্বোধনের ফিতে কাটান। বাঁকোলা এরিয়ার একাধিক খনি ও কার্যালয় ঘুরে দেখেন সিএমডি। সেখানেও একটি সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের কথা ছিল তাঁর। সেটিও নিজে না করে এরিয়ার কনিষ্ঠ আধিকারিককে দিয়ে উদ্বোধন করান তিনি।

ঝাঁঝরা প্রকল্প এলাকায় গিয়ে সিএমডি ভূগর্ভস্থ খনিতে নেমে শ্রমিক-কর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে খোঁজ করার পাশাপাশি নানা পরামর্শও দেন। খনি পরিদর্শনের পরে সিএমডি বলেন, ‘‘প্রত্যেকের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। ইসিএলের অগ্রগতি ধরে রাখতে সকলকে আবেদন জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ECL CMD Coal Mine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE