Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Market

বাজার-দোকান খোলার নতুন নিয়ম

রবিবার ওই প্রশাসনিক নির্দেশে জানানো হয়েছে, কালনা শহরে পাইকারি আনাজ, মাছ, ফলের বাজার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চালু থাকবে।

শুনশান: প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী রবিবার ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান ও বাজার বন্ধ রইল মেমারিতে। নিজস্ব চিত্র

শুনশান: প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী রবিবার ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান ও বাজার বন্ধ রইল মেমারিতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালনা ও কাটোয়া শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ২৩:৪৯
Share: Save:

জেলার দু’টি পুরসভা ও চারটি ব্লকে দোকান-বাজার খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল জেলা প্রশাসন। কালনা ও কাটোয়ায় ৩১ অগস্ট অবধি এই নিয়ম চালু থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার ওই প্রশাসনিক নির্দেশে জানানো হয়েছে, কালনা শহরে পাইকারি আনাজ, মাছ, ফলের বাজার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চালু থাকবে। মাছ-আনাজের খুচরো বাজার এবং ফুলের দোকান ও চায়ের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। ফলের দোকান সকাল ৭টা থেকে বিকেল ৫টা, হোটেল-রেস্তরাঁ সকাল ১১টা থেকে রাত ৯টা, মিষ্টির দোকান, মুদির দোকান, চপ-ফুচকা-সহ অন্য নানা দোকান সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

কালনা পুরসভার প্রশাসক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘মহকুমা প্রশাসনের বৈঠকে কিছু ব্যবসা রাত ৯টা পর্যন্ত চালু রাখার কথা জানানো হয়েছিল। এ দিনের নির্দেশিকায় সেগুলি বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে। সময় বাড়ানোর আবেদন জানানো হবে।’’ কালনা ১ ব্লকে পাইকারি মাছ, আনাজ, ফলের দোকান ভোর ৪টে থেকে সকাল ৮টা, খুচরো আনাজ-মাছ, ফুলের বাজার সকাল ৭টা থেকে সকাল ১১টা, অন্য দোকান সকাল ৮টা থেকে বিকেল ৫টা, চায়ের দোকান ভোর ৪টে থেকে সকাল ১১টা এবং হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

মন্তেশ্বরে মাছ-আনাজের পাইকারি বাজার সকাল ৯টা পর্যন্ত ও খুচরো বাজার সকাল সাড়ে ১১টা পর্যন্ত, ফুল-ফলের বাজার সকাল ৭টা থেকে বিকেল ৪টে, গাড়িতে মালপত্র ওঠানামা সকাল ১১টা থেকে বিকেল ৫টা, হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পূর্বস্থলী ১ ব্লকে পাইকারি বাজার ভোর ৪টে থেকে সকাল ৮টা, খুচরো বাজার সকাল ৭টা থেকে সকাল ১১টা, ফুলের দোকান সকাল ৭টা থেকে ১১টা, ফলের দোকান সকাল ১১টা থেকে বিকেল ৫টা, অন্য দোকান সকাল ৮টা থেকে বিকেল ৫টা, চায়ের দোকান ভোর ৪টে থেকে বেলা ১১টা, পাইকারি বেকারি ভোর ৫টা থেকে সকাল ৮টা, হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

পূর্বস্থলী ২ ব্লকে পাইকারি বাজার সকাল ৯টা পর্যন্ত ও খুচরো বাজার সকাল সাড়ে ১১টা পর্যন্ত, ফুল-ফলের দোকান সকাল ৭টা থেকে বিকেল ৪টে, হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে। গাড়িতে মালপত্র ওঠানামা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এ ছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে, কালেখাঁতলা বাজার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। কালনা ২ ব্লকে পাইকারি বাজার ভোর ৪টে থেকে সকাল ৮টা, খুচরো বাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা, ফলের দোকান বেলা ১১টা থেকে বিকেল ৫টা, অন্য দোকান সকাল ৮টা থেকে বিকেল ৫টা, চায়ের দোকান ভোর ৪টে থেকে বেলা ১১টা এবং হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার কথা ঘোষণা করা হয়েছে।

কাটোয়া শহরে পাইকারি বাজার ভোর ৪টে থেকে সকাল ৭টা, খুচরো বাজার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা, ফলের বাজার ও দোকান সকাল ৭টা থেকে সকাল ১১টা, মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা, হোটেল-রেস্তরাঁ সকাল ১০টা থেকে দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চায়ের দোকান ভোর ৪টে থেকে সকাল ১০টা ও মুদি-সহ অন্য নানা দোকান সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মহকুমাশাসক (কালনা) সুমনসৌরভ মোহান্তি রবিবার বলেন, ‘‘যাতে সব ব্যবসায়ী ব্যবসা চালু রাখতে পারেন, সে দিকে তাকিয়ে ও ভিড় এড়াতে নতুন নিয়ম হয়েছে। সোমবার থেকেই তা কার্যকর হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Market Kalna Katwa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE