Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রকাশ্যে নেশায় নিষেধাজ্ঞা বর্ষবরণে

বর্ষবরণের রাত আর পয়লা জানুয়ারি মানেই দেদার খানা-পিনা, হইহুল্লোড়। আর তার সঙ্গে বাড়তে থাকে মোটরবাইক বাহিনীর দাপট, শব্দ যন্ত্রণা। গত বছর পয়লা জানুয়ারিতে বার্নপুরে খুনের ঘটনাও ঘটে। এ বার যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও স্থানীয় প্রশাসনের তরফে শিল্পাঞ্চলে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও দুর্গাপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:১৬
Share: Save:

বর্ষবরণের রাত আর পয়লা জানুয়ারি মানেই দেদার খানা-পিনা, হইহুল্লোড়। আর তার সঙ্গে বাড়তে থাকে মোটরবাইক বাহিনীর দাপট, শব্দ যন্ত্রণা। গত বছর পয়লা জানুয়ারিতে বার্নপুরে খুনের ঘটনাও ঘটে। এ বার যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও স্থানীয় প্রশাসনের তরফে শিল্পাঞ্চলে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলে খবর। সঙ্গে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

উৎসবের সময়ে মাইথনের মতো গুরুত্বপূর্ণ স্থানে লক্ষাধিক পর্যটক আসতে পারেন বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। সালানপুর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ বার জোরে সাউন্ড বক্স বাজানো যাবে না। প্রকাশ্যে মদ্যপান, প্লাস্টিক-থার্মোকলের থালা, বাটি, গেলাসও ব্যবহার করা যাবে না। বিডিও তপনকুমার সরকার বলেন, ‘‘পয়লা জানুয়ারি নিষেধাজ্ঞা পালনে কড়া পদক্ষেপ করা হবে।’’ গত ২৫ ডিসেম্বর সাউন্ডবক্স নিয়ে ঢোকার মুখে পর্যটকদের আটকে দেওয়া হয়। প্রকাশ্যে মদ্যপানে বাধা দেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার। শুক্রবার তিনি বলেন, ‘‘পয়লা জানুয়ারিও এমন নদরজারি চলবে।’’

গত বছর পয়লা জানুয়ারি বার্নপুরের নেহরু পার্কে ভরদুপুরে খুনের ঘটনা ঘটে। এ বার নিরাপত্তা পরিস্থিতি আরও আঁটোসাঁটো করার কথা জানিয়েছেন পুলিশ কর্তারা। রেলের শতাব্দী পার্ক বন্ধ হওয়ায় এ বার সেখানে পর্যটকেরা ঢুকতে পারবেন না। তবে শিল্পাঞ্চলের বাকি পার্কগুলি সেজে উঠেছে।

একই ভাবে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে দুর্গাপুরেও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি টহল চলবে। বর্ষবরণের রাতে সিটি সেন্টার-সহ দুর্গাপুরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, পার্কে বিভিন্ন অনুষ্ঠান, পার্টির আয়োজন করা হয়। এ বার সে সব জায়গাতেও সাদা পোশাকে পুলিশকর্মীরা থাকবেন বলে খবর।

পুলিশ জানায়, প্রতি বছর এই সময়ে শহরে ইভটিজিং-এর বেশ কিছু অভিযোগ ওঠে। গত বছর দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে মদ্যপ অবস্থায় মোটরবাইক, গাড়ি চালানো এবং গোলমালের অভিযোগে শ’দুয়েক যুবককে আটক করে পুলিশ। এ বার এমন গোলমাল আটকাতে বিভিন্ন জায়াগায় মোতায়েন থাকবেন মহিলা পুলিশকর্মী ও সিভিক ভালান্টিয়ারেরা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মোটরবাইকের তাণ্ডব রুখতে আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানায়।

কমিশনারেটের এসিপি (পূর্ব) বিমলকুমার মণ্ডল বলেন, ‘‘শহরের পরিস্থিতি সামাল দিতে সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New year celebration Intoxication
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE