Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Bardhaman

ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে মহিলা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০১:৩৪
Share: Save:

সম্প্রতি নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। তালিকা অনুযায়ী, পুরুষদের তুলনায় ১৪ হাজার বেশি মহিলা ভোটার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি ভোটার বেড়েছে বর্ধমান উত্তর বিধানসভা এলাকায়। গত বছরের চেয়ে এ বছরের ভোটার সংখ্যা বেড়েছে ৮৩,৪৬৫ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত লোকসভা নির্বাচনের সময়ে ভোটারের সংখ্যা ছিল ৩৮,৮৮,২৯৬ জন। এ বছরের চূড়ান্ত তালিকা অনুযায়ী ৮৩,৪৬৫ জনের নাম বেড়ে ভোটার হয়েছে ৩৯,৭১,৭৬১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০,১৮,৫৭৫ জন। আর মহিলা ভোটার ১৯,৫৩,১০৫ জন।

এই ভোটার তালিকা ধরেই জেলার ছ’টি পুরসভায় নির্বাচন হবে। সেই মতো পুরসভা ও মহকুমা প্রশাসন ঘর গোছাতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান ও গুসকরা পুরসভার দায়িত্বে থাকবেন বর্ধমান উত্তরের মহকুমাশাসক, মেমারি পুরসভার দায়িত্বে থাকবেন বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক, কাটোয়া ও দাঁইহাট পুরভোটের নির্বাচনী আধিকারিক হবেন কাটোয়ার মহকুমাশাসক আর কালনা পুরসভার দায়িত্বে থাকবেন সেখানকার মহকুমাশাসক। ভোট পরিচালনা করবে জেলার পুরসভা দফতর। জেলার নির্বাচনী দফতরের এক আধিকারিকের কথায়, “আমরা শুধু মাত্র ভোটার তালিকা দিয়ে মহকুমাশাসক ও পুর দফতরকে সাহায্য করব। নির্বাচনের বাকি কাজ তাঁরাই করবেন।’’ জেলা পুর দফতর থেকে প্রতিটি মহকুমাশাসককে চিঠি দিয়ে নির্বাচন সংক্রান্ত কাজ কতটা এগোল তার রিপোর্ট চাওয়ার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন জেলাশাসক বিজয় ভারতী। সেই সূত্র ধরে জেলাতেও বৈঠক হয়ে গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি পুরসভার ওয়ার্ড ধরে ভোটার তালিকা, বুথ এলাকার মানচিত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বুথ এলাকাগুলিতে কী-কী সুবিধা রয়েছে, আরও কী দরকার তারও রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জেলার এক মহকুমাশাসকের কথায়, “বর্ধমান দক্ষিন বিধানসভার পুরো এলাকাটাই পুরসভা। ৩৫টি ওয়ার্ড নিয়েই ওই বিধানসভা এলাকা। সে জন্য ওই বিধানসভার ভোটারই পুর এলাকার ভোটার। বাকি পাঁচটি পুরসভার জন্য নতুন করে হিসাব-নিকেশ করতে হবে। তবে ভোট ঘোষণার দু’তিন দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করা হবে।’’ জানা গিয়েছে, বর্ধমান শহরে ভোটারের সংখ্যা ২,৫৪,১৬০ জন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, ১৮ থেকে ১৯ বছরের ভোটারের নাম উঠেছে ১,১৮,৪৬৮ জন। ৮০ বছরের বেশি ভোটার রয়েছেন ৫৩,৮১৬ জন। সবচেয়ে কম ভোটার রয়েছে জামালপুর বিধানসভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman Voter List Female Voter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE