Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভুল বুঝিয়ে বৃদ্ধ দম্পতির থেকে টাকা-গয়না নিয়ে চম্পট কাটোয়ায়

শনিবার সকালে পূর্বস্থলী থানার হলদি ন’পাড়ার বাসিন্দা, বছর সত্তরের আব্দুল জলিল স্ত্রীকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে এসেছিলেন।

কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধার গয়না ও তাঁর স্বামীর কয়েক হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।

কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধার গয়না ও তাঁর স্বামীর কয়েক হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:২৮
Share: Save:

চিকিৎসা করাতে আসা বৃদ্ধ দম্পতির কাছ থেকে ভুল বুঝিয়ে টাকা-গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল কাটোয়ায়। শনিবার দুপুর ২টো নাগাদ কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধার গয়না ও তাঁর স্বামীর কয়েক হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ।

শনিবার সকালে পূর্বস্থলী থানার হলদি ন’পাড়ার বাসিন্দা, বছর সত্তরের আব্দুল জলিল স্ত্রীকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে এসেছিলেন। সার্কাস ময়দানে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার জন্য বাস ধরতে কাটোয়া বাসস্ট্যান্ডে পৌঁছন দম্পতি। আব্দুলের অভিযোগ, ‘‘এক মাঝবয়সী লোক এসে আমাকে বলে, নেতাজি পুরবাজারের কাছে বার্ধক্যভাতার ফর্ম দিচ্ছে। সঙ্গে নগদ টাকা না থাকলে ফর্ম দেবে না। আমাকে সে কাছে যা টাকা আছে তা বার করে দিতে বলে। তা আমার স্ত্রীকে ফেরত দিয়ে দেবে বলে জানায়।’’ তিনি জানান, ওই ব্যক্তির কথা মতো কয়েক হাজার টাকা তার হাতে দিলে সে স্ত্রী সামসুন্নেহার বিবিকে ফর্ম তুলতে যাওয়ার নাম করে নিয়ে যায়।

বৃদ্ধার অভিযোগ, ‘‘রিকশায় ছোটলাইনের পাড়ে নিয়ে গিয়ে আমার কাছ থেকে জোর করে সোনার হার ও দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওখান থেকে হেঁটে বাসস্ট্যান্ডে আসি।’’ এর পরেই বৃদ্ধ দম্পতি ফোন করে ছেলে বজলুর রহমানকে ডাকেন। কাপড় ব্যবসায়ী বজলুর বলেন, ‘‘নানা প্রয়োজনে এই শহরে প্রতিদিন হাজার-হাজার লোক আসেন। বাসস্ট্যান্ডের মতো জনবহুল জায়গায় যদি এমন ঘটনা ঘটে তবে নিরাপত্তার কী হাল বোঝাই যায়!’’

কাটোয়া থানার পুলিশ অবশ্য জানায়, সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। সম্প্রতি কাটোয়া হাসপাতাল চত্বর থেকেও এক বৃদ্ধাকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে গয়না-টাকা লুটের অভিযোগ উঠেছে। বারবার এমন ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা উচিত বলে দাবি বাসিন্দাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

কাটোয়া Katwa Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE