Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওয়েবসাইটে পুরনো কর্তাই

জেলা পরিষদের নতুন সভাপতি নির্বাচন হয়েছে দিন সাতেক আগে। তবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ওয়েবসাইটে জেলা সভাধিপতির ছবি ও পুরনো বক্তব্য রয়ে গিয়েছে।

তখনও বদলায়নি জেলা পরিষদের সভাধিপতির ছবি। —নিজস্ব চিত্র।

তখনও বদলায়নি জেলা পরিষদের সভাধিপতির ছবি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০১:৪৩
Share: Save:

জেলা পরিষদের নতুন সভাপতি নির্বাচন হয়েছে দিন সাতেক আগে। তবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ওয়েবসাইটে জেলা সভাধিপতির ছবি ও পুরনো বক্তব্য রয়ে গিয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে নাড়াচাড়া হতেই অবশ্য দশ মিনিটের মাথায় বদলে দেওয়া হয় সভাধিপতির ছবি। তবে বক্তব্য বদলায়নি মঙ্গলবার রাত পর্যন্তও।

সোমবারও জেলা পরিষদের ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাচ্ছিল সভাধিপতি হিসেবে দেবু টুডুর ছবি রয়েছে। সঙ্গে ২০১৩ সালে বোর্ড গঠনের পর থেকে কী করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণী। পাশে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের ছবিও বক্তব্যও রয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হতেই মঙ্গলবার দেবুবাবুর ছবি বদলে নতুন সভাধিপতি শম্পা ধাড়ার ছবি দেওয়া হয়। তবে বক্তব্যে কিছু বদল হয়নি।

কেন? প্রাক্তন জেলা সভাধিপতি তথা বর্তমান সহ সভাপতি দেবু টুডু বলেন, ‘‘একটার পর একটা কাজ হচ্ছিল। ওটা বদল হওয়ারই কথা।’’ শম্পাদেবীও বলেন, ‘‘কাজ চলছে।’’ সোমবার রাতে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবও বলেছিলেন, ‘‘তথ্য ঠিক করে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Website President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE